অরুর সংসার ( Part 2 )

87 3 0
                                    

ভোরের আলো চোখে পরায় ভাবনাত জগৎ এ ছেদ পরলো অরুর। নির্ঘুম সারা রাত কাটিয়েছে অরু কিন্তু
তার বুকের উপর অয়ন এখনো অঘোরে ঘুম।……….

|
||
|||
অরুর শরীর খুব ব্যাথা হচ্ছে,সরাতে চাচ্ছে সে অয়নকে তার বুক থেকে কিন্তু পারছে না।।।।
খানিকক্ষণ চেস্টার পর সে সক্ষম হল।অয়ন পাশ ফিরে ঘুমালো।অরু ওঠার চেস্টা করছে কিন্তু শরীরে মিনিমাম শক্তি তার নেই। থাকবেই বা কি করে বিয়ের অনুষ্ঠানের সম্পন্ন করে রাত ১১ টায় বাড়ী ফিরেছিল তারা, বিয়ের টেনশনে আর লজ্জার খাতিরে তেমন কিছু খায় ও নি।এর উপরে খালি পেটে তার বরের শারীরিক অত্যাচার!!!…

অরু আর কান্না করলো না।কান্না করার শক্তিও নাই এখন তার। বিছানা থেকে উঠে নিচে পরে থাকা শাড়ী টা কোনমতে গায়ে জরিয়ে ওয়াশরুমে চলে গেল সে।….
তখন বাজে সকাল ৬ টা। ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাড়িয়ে নিজেকে ভালভাবে পর্যবেক্ষণ করলো অরু।………….. না শরীরের খুব কম সংখ্যক জায়গা আগের মত ক্লিন আছে আর বাকি সব জায়গায় দাগ, রক্ত জমাট বাধা। না দাগ বললে ভুল হবে এগুলা তার স্বামির ভালবাসার চিহ্ন…..কামড়,খামচির দাগ না এগুলো আদর অয়নের…..

১ঘন্টার ধরে শাওয়ার নিল অরু। তারপর নিজেকে হালকা গোলাপি আর সাদা পাড়ের মনিপুরি তঁাত শাড়ি তে জরিয়ে নিল।রাতের গয়না গুলা আবার পোরে নি। হাতে গোলাপি, সাদা রেশমী চুরি পরে নিল।…… ট্রি কোয়ার্টার ব্লাউজ আর চুরি তে হাতের দাগ গুলা ঢেকে গেল আর শাড়ি তে বুকের সহ সারা শরীরে দাগ ঢেকে গেল। ভেজা চুলগুলা দিয়ে পিঠের দাগগুলা ঢেকে গেলেও বাধ সাধলো ঠোটে সেই দাগ। লোয়ার লিপ্সে রক্ত জমাটা বেধে লাল টুকটুকে হয়ে ছিল ফুলে….. হা এখানেই তো গতকাল তার বর কামড় বসিয়ে দিয়েছিল………. কোন উপায় নেই অরুর স্বামির দেওয়া এই দাগ ঢাকার……….
তার উপর অনেক বেশি ক্ষুধা পেয়েছে অরুর। বমি এসে যাচ্ছে ক্ষুধার ঠেলায়। কেবল ঘড়ী তে বাজে ৭:১৫… কেউ কি উঠেছে বাড়ীর? কোন সাড়া শব্দ পাচ্ছে না অরু।….. দরজার কাছে দাড়িয়ে ভাবছে সে যে ঘর থেকে বের হবে কি হবে না….বের হয়ে কি ই বা বলবে যে তার ক্ষুধা পেয়েছে???? কি ভাববে সবাই যে নতুন বউ বাড়ী আসছে একদিন ও হয় নি এখনই খাই খাই করছে!।:|

অরুর সংসার ( ১৮+ সতর্কতা )Tahanan ng mga kuwento. Tumuklas ngayon