আমার লেখা একটি কবিতা ‘আগুন গোলাপ’ আর্টলিট পাবলিকেশন (Artlit Publication) থেকে প্রকাশিত বই ‘বিমূর্ত মুহূর্ত’ কবিতার সংকলনে স্থান পেয়েছে।
নির্দিষ্ট কোনো বিষয় দিয়ে কবিতাকে সজ্ঞায়িত করা যায় না। এর ক্যানভাস আকাশের মতো বিস্তৃত। কখনো সেটি স্বচ্ছ মেঘের মতো পরিস্কার, কালো মেঘের মতো ঘোলাটে, গোধূলির মতো বর্ণময়, পাখির ভাষার মতো অভেদ্য, প্রকৃতির মতো শান্ত, নারীর মতো রহস্যময়৷ এমনই বৈচিত্র্যময় ৭৫ টি কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি। যে কবিতাগুলো আপনাকে কিছু মুহূর্তের জন্য হলেও ভাবাবে, আবেগতাড়িত করবে।
YOU ARE READING
বিমূর্ত মুহূর্ত
Poetryআমি রুমি মাহমুদ, শুভাকাঙ্খীদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমার লেখা একটি কবিতা 'আগুন গোলাপ' আর্টলিট পাবলিকেশন (Artlit Publication) থেকে প্রকাশিত বই 'বিমূর্ত মুহূর্ত' কবিতার সংকলনে স্থান পেয়েছে।