Dedication

9 1 0
                                    

ভালবেসে চাঁদ হয়ো নাকো পারো যদি সূর্য হয়ে এসো
আমি তার উত্তাপ নিয়ে নিয়ে
আঁধার অরণ্য জ্বেলে দেবো।
ভালোবেসে নদী হয়ো নাকো
পার যদি বন্যা হয়ে এসো
আমি তার আবেগ বয়ে নিয়ে
হতাশার যত বাঁধ ভেঙে দেবো।
ভালোবেসে ফুল হয়ো নাকো
পারো যদি বড় হয়ে এসো
আমি তার শব্দ বুকে ধরে
লড়াইয়ের বার্তা দিকে দিকে ছুঁড়ে দেবো।
ভালবেসে পাখি হয়ো নাকো
পারো যদি ঝঞ্ঝা হয়ে এসো
আমি তার শক্তির ছোঁয়া পেয়ে
পাপের প্রাসাদটা ভেঙে দেবো।
চাঁদ নদী ফুল তারা পাখি
দেখা যাবে কিছুকাল পরে
কেননা এ-অন্ধকারে শেষ যুদ্ধ এখনো বাকি। এখন আগুন চাই আমাদের ভাঙা কুঁড়ে ঘরে।

"When in love,

Do not become the moon.

If you can,

Come as the sun.

I'll take its heat

And light up the dark forest.

When in love,

Do not become a flower,

If you can,

Come as the thunder.

I'll lift its sound

And pass the message of battles to every corner.

The moon, the river, the flowers, the stars, the birds—

They can be watched at leisure

Sometime later.

But today

In this darkness,

The last battle is yet to be fought.

What we need now is

The fire in our hovel."

-Murari Mukherjee

This small endeavor to understand the tumultuous time of the Naxalites is dedicated to all the rebels and poets.... and to all those who dream to revolutionize and dare to love.

 and to all those who dream to revolutionize and dare to love

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
To Calcutta, With LoveWhere stories live. Discover now