আমি মৃত্যু। সবার ভয়ের কারন। অনেক আত্মার মতে আমার সাথে মোলাকাত ই তাদের জন্য শেষ কিন্তু তারা অনেক কিছু, বলতে গেলে কিছুই জানে না। তাদের নিয়ে আজ আমার কথা না। আজ আমার ভালোবাসার কথা আমি বলবো।
হাসতাছেন? মনে করতাছেন যে মৃত্যু ভালোবাসতে পারে না? আমার কাজ কি আপনাকে শুধু শেষ করে দেয়া? আপনি চিন্তা করতে পারেন, আমি আপনাকে অভিশাপ দিবো না এর জন্য, কারন আপনি আমাকে এভাবেই দেখেছেন সর্বদা, এতে আপনার দোষ নাই, আমি দিবোও না আপনাকে কোন দোষ।
হ্যা আমি তাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসা কখনো সফল হবে না, হবার নয়। আমরা যে দুই মেরুর দুই সীমানা, কারন আমি মৃত্যু, আর আমার ভালোবাসা জীবন।
আমি তাকে সব সময় দেখেছি, সবার কাছ থেকে কেড়ে নেবার সময় তাকে দেখেছি, সব কিছুর শুরু থেকেই। কিন্তু সেদিন এক কিশোরের কাছ থেকে তাকে কেড়ে নেবার সময় অন্যরকম ভাবে তাকে দেখি আমি, সেই কিশোরের চোখ দিয়ে তাকে আমি নতুন ভাবে অনুভব করি, মনে হলো আমার কাছে যে এক অসীম সবুজ মাঠে সে সাদা পোশাকে দাঁড়িয়ে, তার হাতে এক পায়রা, তাকে দেখছে আর আদর করছে, সেই কিশোরের মত সেও ভাবলেশহীন, হয়তো আমাকে তার সয়ে গেছে, এখিন তার আমার প্রতি কোন অনুভুতি নাই, কখনো ছিলো কিনা তার চিন্তা করি নাই। তখন তাকে দেখে আমি প্রথম প্রেমে পড়ি। যা আমার পক্ষে অসম্ভব তাই আমার দ্বারা হয়ে বসে, আমি ভালোবেসে ফেলি।
এর পর থেকে প্রতিবার তাকে কারো কাছ থেকে নেবার সময় আমি অপেক্ষা করি কিছু সেকেন্ড এর জন্য, তাকে ছায়ার আড়ালে দেখি। তার সামনে আমি কখনো যাই না, আমি চাই না আমার এ অনুভুতি কোন কারনে আহত হোক, সে জানে আমি তার বিপরীত, সেভাবেই থাকুক, আমি তাকে দেখে যাই তাকে উনার কাছে জমা দেবার আগে।
আমি জানি না সে আমাকে নিয়ে কি চিন্তা করে, আদতে তার মনে আমি আছি কিনা। কিন্তু জীবন - হ্যা আমি তাকেই অনেক বেশী ভালোবাসি।
YOU ARE READING
পরী আর এক প্রজাপতি
Short Storyপরী ও প্রজাপতি মুলত বেশ কয়েকটি ছোট গল্পের সমাহার। মুলত মানব মনের ভিতরের অনুভুতিকে তুলে ধরা হয়েছে এই গল্প গুলোতে।