করিম মিয়ার নাইট ডিউটি আজ, বড়লোক পাড়ায় টহল পড়েছে। বড়লোক পাড়ায় সবার নিজের নিজের দারোয়ান থাকে, এ এক ভালো ব্যপার, কিন্তু সব ভালোর খারাপ ও থাকে। কারো বাসায় চুরি হলে চাকুরি নিয়ে টানাটানি পড়ে যায়, সব মন্ত্রি মিনিষ্টার কিংবা তাদের আত্মীয়দের বাসা এখানে।
আজ একেবারেই ডিউটিতে আসতে মন টানছিলনা করিম মিয়ার। সবসময়ই হয়, কিন্তু ডিউটি শুরু হলে কেটে যায়। কিন্তু আজ মনটা খচখচ করছে, খারাপ কিছু হতে পারে বারবার এরকম মনে হচ্ছে।
আসার সময় ছোট ছেলেটাকে খুব অসুস্থ দেখে আসছে, এজন্যি কিনা, মনের খচখচানি কিছুতেই কমছেনা। চার মেয়ের পর এক ছেলে। বড় আদরের ছেলে। মাত্র ৩ বছর। ডায়রিয়া হয়ে বেচারা কাহিল হয়ে গেছে। যাবার সময় চি চি করে বাপজানরে বলল একটু বুকে নিতে। সেই থেকেই মনের ভিতরটা কেমন যেন করছে। করিম মিয়ার বউ জুলেখা বেগম যথেষ্ট বুদ্ধিমান মহিলা, করিম মিয়া জানে ছেলের অসুস্থতা বাড়লে সে ঠিকই ব্যবস্থা নিবে। তাও কেমন যেন অসহ্য লাগছে। তবে কি পাড়ায় চুরি ডাকাতি হতে পারে!
নাহ আজ খুব সজাগ থাকতে হবে!
STAI LEGGENDO
The Black Magic / কালো জাদু
Paranormaleভালো এবং মন্দের লড়াই পৃথিবী যতদিন থাকবে, চলবে। কালো জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করার চেষ্টা অনেক আগে থেকেই চলে আসছে, মতামত আছে প্রচুর। কতটা সত্য কিংবা মিথ্যা জানিনা, এই গল্পটিতে এরকম এক কালো শক্তির কাহিনী থাকবে। আপনারা আপনাদের জীবনে এরকম প্যারানরমা...