আনমনা স্মৃতি

62 1 0
                                    

তারপর সে আমার হাতে একটা শুকনা ম্যাপল পাতা দিয়ে ডিপার্চার লাউন্জ ত্যাগ করলো । অপলক ভাবেই দেখলাম তার  ধীর গতির চলে যাওয়া। কানে আসছে লাগেজ টেনে নিয়ে যাওয়ার শব্দ । শব্দ টা ক্ষীন থেকে ক্ষীন হতে লাগলো আর সে যেন কাচের দরজার ওপাশে মিলিয়ে যাচ্ছিলো । শুকনা ম্যাপল পাতার দিকে একটু নজর দিলাম লেখা ছিল" আচ্ছা জার্নি বাই বোট হয় জার্নি টু লাইফ কি হতে পারে ? Life is nothing but a journey to death. যার শেষ স্টেশন সেই চার অক্ষরের ডেড। । ভালো থেকো মন" । কি জানি কথা গুলো অদ্ভুতর লাগছে । ফ্যাল ফ্যাল দৃষ্টি নিয়ে আমিও চলে এলাম । বাইরেই টেক্সি পেলাম । ম্যাপল পাতা টা ডায়রী কোন এক পাতার ওপর রেখে উদ্দেশ্যহীন ভাবেই ডায়রী টা বন্ধ করে গাড়ির গ্লাস দিয়ে পরিচিত শহর টা দেখছি , ট্যাক্সি চলছে......

অনুভূতির অনু গল্পWhere stories live. Discover now