তারপর সে আমার হাতে একটা শুকনা ম্যাপল পাতা দিয়ে ডিপার্চার লাউন্জ ত্যাগ করলো । অপলক ভাবেই দেখলাম তার ধীর গতির চলে যাওয়া। কানে আসছে লাগেজ টেনে নিয়ে যাওয়ার শব্দ । শব্দ টা ক্ষীন থেকে ক্ষীন হতে লাগলো আর সে যেন কাচের দরজার ওপাশে মিলিয়ে যাচ্ছিলো । শুকনা ম্যাপল পাতার দিকে একটু নজর দিলাম লেখা ছিল" আচ্ছা জার্নি বাই বোট হয় জার্নি টু লাইফ কি হতে পারে ? Life is nothing but a journey to death. যার শেষ স্টেশন সেই চার অক্ষরের ডেড। । ভালো থেকো মন" । কি জানি কথা গুলো অদ্ভুতর লাগছে । ফ্যাল ফ্যাল দৃষ্টি নিয়ে আমিও চলে এলাম । বাইরেই টেক্সি পেলাম । ম্যাপল পাতা টা ডায়রী কোন এক পাতার ওপর রেখে উদ্দেশ্যহীন ভাবেই ডায়রী টা বন্ধ করে গাড়ির গ্লাস দিয়ে পরিচিত শহর টা দেখছি , ট্যাক্সি চলছে......
![](https://img.wattpad.com/cover/136298983-288-k711771.jpg)
YOU ARE READING
অনুভূতির অনু গল্প
Randomজীবনের সাথে ঘটে যাওয়া কিছু মূহুর্তকে শব্দের মাঝে বন্দি করা। চারা গল্প গুলো এক করতে চাই। সুন্দর সময়ের হাসি বেদনার গুলোকে একত্রে ধারন করার প্রচেষ্টা।