ঝড়ানো আবেগ

17 0 0
                                    


জীবনে অর্থ ই কি সব কিছু? নিজের কাছে তাই মনে হয়। জীবনের হয়তো অনেক অনেক সঙ্গা হয়, হয় ব্যাখ্যা বিশ্লেষণ। প্রকৃতির কিছু উপাদান অপরিহার্য; যা না হলে জীবনে বেঁচে থাকা সম্ভব নয়। যেমন, পানি এবং বায়ু। দুটো কে ই জীবনের সমার্থক বা অপর নাম বলে চালিয়ে নেওয়া যায়। কিন্তু নগরায়নের এই যুগে কি অর্থ ছাড়া চলা সম্ভব !!

অনেকের কাছে মনে হতে পারে কি আজব !! কিসের সাথে কিসের মিল করে তুলনা! হ্যাঁ এটা সত্য যে পানি এবং বায়ু জীব বৈজ্ঞানিক একটা ব্যাপার৷ আর টাকা পয়সা বা বিনিময় মাধ্যম হলো অর্থনৈতিক একটা ব্যাপার৷ এক নয় কখনো দুটো এক নয়। আবার কখনো কখনো এক মনে হয়৷ ধরুন পরিবেশের খুব একটা বিপর্যয় ঘটলো এবং পরিবেশ এমন একটা রূপ নিলো যে স্বাভাবিক পানি, বায়ু শরীরের জন্য ক্ষতিকর। যা কে বিভিন্ন পদ্ধতিতে পরিশোধিত করে আমাদের ব্যবহার করতে হবে৷ তখন কিন্তু ঠিক ই অর্থের ব্যাপার টা চলে আসলো৷ যা হোক এই গুলো মূল কথা নয়৷

শিল্পকলা একাডেমি তে গিয়েছিলাম মঞ্চ নাটক দেখতে। এক আংকেল টাইপের বড় ভাই সেদিন বলেছিল," পরিবার ছেড়ে বাইরে কোথাও যাও(বিশেষ করে দেশের বাইরে) উপরে সৃষ্টি কর্তা এবং নিচে তোমার তুমি ও অর্থ ব্যতিত আর কেউ কে ই আপন বলে পাবে না।" সেদিন কথা টা শুধু "হ্যাঁ, ভাই সত্য" বলে মাথা ঝেকে ছিলাম। সালটা ছিল ২০১৮। এখন ২০২০ সালের মধ্যবর্তী সময়ে এসে অদৃশ্য অনিশ্চিত পথের বাঁকে দাড়িয়ে ভাবছি নি নির্মম সত্য টা ই না সেদিন সেই ভাই টি বলে ছিল কত সহজ ভংগিমায়! জীবনের অর্থ ই "অর্থ।" 

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Aug 09, 2020 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

অনুভূতির অনু গল্পDonde viven las historias. Descúbrelo ahora