শিউলি ফুল
(তামজিদ হাসান)
শরতের বিকেল, আকাশে তুলো উড়া মেঘ। কারন ছাড়া ভালো না লাগার একটা বিকেল। আজ বৃহস্পতিবার, সপ্তাহের ভালো লাগার দিনগুলোর একটা দিন। তবুও মনে হচ্ছে বিকেলটা বিষন্ন । বিকেলটা পার হলো ভালো না লাগার কারন খুজতে গিয়ে। সন্ধ্যে নেমে এসেছে৷ সারাটা দিন বাসায় ছিলাম। ভাবলাম বাইরে যাওয়া দরকার। রাস্তা দিয়ে হেটে চলেছি। হাজারো মানুষের ভীড়েও নিজেকে একা লাগছে। হঠাৎ ছোট বোন সাজির স্মৃতিগুলো মনটাকে আরো বিষন্ন করে তুললো। ছোট্ট চোখগুলো আমার দিকে মায়াভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতো। মনে হতো ছোট্ট মুখটা আমাকে কিছু বলতে চায়। সাজির কাছ থেকে যতোটা ভালোবাসা শিখেছিলাম, ঠিক ততোটা ভালোবাসতে পারি নি ওকে। এজন্যই হয়তো সময়ের স্রোতে গা ভাসিয়ে দিয়েছি। সাজিকে হঠাৎ হঠাৎ মনে পড়ে। যতোটা ঘর আলোকিত করে সাজি এসেছিল ঠিক ততোটায় অন্ধকার করে চলে গিয়েছে অবশেষে। মাটি হয়তো সাজির অস্তিত্ব মিশিয়ে দিয়েছে কিন্তু আমি ওকে আমার মনের ছোট্ট কোণে লুকিয়ে রেখেছি। যতোদিন আমার অস্তিত্ব থাকবে ঠিক ততোদিন স্মৃতিতে থাকবে অমলিন। একদিন দুই ভাইবোন হারিয়ে যাব সময়ের আবর্তে। অটোরিকশার তীব্র হর্ণ বাজার শব্দে ভাবনার ছেদ ঘটল। অটো চালক বিরক্তি ভরা কন্ঠে বলে উঠলো---
"কি মামা কানে শুনেন না?"
আমি রাস্তার পাশে সরে এলাম।
হঠাৎ সাজির কথা মনে পড়ায় দুচোখ অশ্রুতে ছলছল করছে। হাঁটতে হাঁটতে একটা ব্যস্ত এলাকায় এসে পড়েছি। চারদিকে বিভিন্ন চেহারার বিভিন্ন আকৃতির মানুষজন। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। সত্যিই স্রষ্টার এক অসাধারণ সৃষ্টি এই মানবজাতি।
YOU ARE READING
শিউলি ফুল [Completed]
Short Storyশরতের বিকেল, আকাশে তুলো উড়া মেঘ। কারন ছাড়া ভালো না লাগার এক বিকেল...