116 6 2
                                    

এমন সময় আম্মুর ফোন কল পেলাম। ফোন রিসিভ করার পর ওপাশ থেকে আম্মুর কন্ঠস্বর শুনতে পেলাম।
"কিরে বাসায় আসবি না? রাত কয়টা বাজে সেই খেয়াল আছে?"
আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় নয়টা। সচরাচর এতো রাত পর্যন্ত বাইরে থাকি না। আমি আম্মুকে আসছি বলে ফোনটা রেখে দিলাম। তুলি আর মেহেদীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলাম। এমন সময় মনে হলো তুলি আমাকে ডাকছে। পেছন ফিরে দেখি তুলি দাড়িয়ে। চকচকে একশো টাকার নোট আমার দিকে এগিয়ে দিয়ে বলল, " ভাইয়া টাকাটা আপনার।" পকেটে হাত দিয়ে দেখি পকেটে টাকাটা নেই। মনে হলো ফোন বের করার সময় টাকাটা ফেলে এসেছি। আমি তুলিকে টাকাটা ওর কাছেই রেখে দিতে বললাম। কিন্তু সে কোনভাবেই নিলো না।  শিউলিফুলের মালাগুলো তুলির হাতে দিয়ে বললাম এগুলো তোমার। আর একটা রেখে দিলাম আমার কোণে আগলে রাখা আমার সাজির জন্য।
হাঁটছি আর ভাবছি, পৃথিবীর প্রতিটা মানুষই ভালো মন নিয়ে জন্মায়। কিন্তু পরিবেশ পরিস্থিতি তাকে খারাপ হতে শেখায়। হয়তো কোন একদিন তুলি ঠোটে চওড়া লিপস্টিক আর রঙচঙে শাড়ি পড়ে মনোরঞ্জন করবে এক চরিত্রহীন যুবকের। এই সমাজ তাকে বলবে নষ্ট নারী। আর তার সুন্দর মনটা ঢাকা পড়ে রবে হাজারো কৃত্রিমতার ভীড়ে।

শিউলি ফুল [Completed‌‌]Where stories live. Discover now