123 9 0
                                    

আমি ফুচকার প্লেটটা রেখে বন্ধুর কাছ থেকে বিদায় নিলাম। চলে যাওয়ার সময় পেছন ফিরে তাকালাম। দেখতে পেলাম মেয়েটার চোখে মুখে অকৃত্রিম ভালোবাসার আবেশ। তার প্রতি কেনো জানি না মনের কোনে একটা মায়া অনুভব করলাম। সামনে ফিরে শহরের মুক্তমঞ্চের দিকে হাটা দিলাম। মুক্তমঞ্চ জায়গাটা দারুণ । পাশ দিয়ে সারি সারি চায়ের দোকান। বৃহস্পতিবার আর শুক্রবার সন্ধ্যায় হরেক রকমের মানুষের দেখা মেলে এই জায়গাটায়। কেউ কেউ চায়ের দোকানে রাজনৈতিক আলাপ জমায়। আবার একদল উদ্যমী তরুন গিটার বাজিয়ে গান গায়। কেউ বা একা বসে থাকে। রাস্তার পাশ দিয়ে হাঁটছি। রাস্তাটা বেশ ব্যস্ত। রাস্তার ওপারে শেষবয়সী এক দম্পতি দাড়িয়ে। তারা রাস্তা পার হচ্ছে হাতে হাত রেখে। আগের সম্পর্কগুলোতে প্রকাশ ছিল কম কিন্তু ভালোবাসা ছিল প্রবল।  এজন্যই তারা একসাথে কাটিয়ে দিতে পেরেছে এতগুলো বছর। কিন্তু এখন ঠিক তার উল্টো।

শিউলি ফুল [Completed‌‌]Donde viven las historias. Descúbrelo ahora