সমাজ মানে সমন্বয় আর সহযোগিতার বাস
নারী পুরুষ ধনী গরিব কাটায় বারো মাস ।
কিন্তু যত বাধা আসে নারীর জীবনে
ঘরের ভেতর আটকে পড়ে বাধ্যতার কোণে
কেন নারীর বাইরে যাওয়া বন্ধ?
নিষেধাজ্ঞা না মানলে লেগে যায় দ্বন্দ্ব!
লেখাপড়া আশার পথ, লেখাপড়াই স্বপ্ন
সেই আশার আলো ত্যাগ করে কেন নারীর আশা নিম্ন?
শত প্রশ্ন আছে নারীর, জবাব দাও সমাজ
সংসারে আটকে থাকাই নয়তো নারীর কাজ।
লুকিয়ে আছে অনেক গুণ, নারী তুমি শক্ত হও
বিশ্বজগত জুড়ে যে কী হচ্ছে তার খোঁজ নাও।
সকল বাধা পার করবার শক্তি কেবল নারীই রাখে
কল্যাণে এ সংসার ভরে কেবল মাত্র নারীর ডাকে।
নারীই শক্তি-বুদ্ধি ধারী, নারী কোথাও হারবে না।
উঠবে জেগে নারীর চেতন, নারী কেন পারবে না?
শ্রেয়া সাহা৮ম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ,
ধানমন্ডি, ঢাকা
YOU ARE READING
আমার কবিতার জগতে
Poetryআমার ভাবনা ছন্দে বের হয় এ আমার চিন্তা, কবিতা নয় পৃথিবীটা হোক আনন্দময় দূর হয়ে যাক সকল ভয়। এগুলো আমার ছন্দ চিন্তা, কবিতা হলেও, কবিতা নয় ।😊