শান্ত শিষ্ট ভদ্র মোরা, আরাম করে হাই তুলে
খাচ্ছি দাচ্ছি ঘুরছি মোরা, ঘুমোচ্ছি সব চিন্তা ভুলে।
পায়ের উপর ভর করে যাই স্কুল অফিস বাসাবাড়ি
অবশিষ্ট পেলেই খুশি, করিনা কেউ কাড়াকাড়ি ।
সাদা শার্টে লাগবে কাদা, ভয়ে মাঠে খেলি না,
পড়ে যাব এই ভয়ে ভাই ফুটবলে পা ফেলি না।
বিকেল বেলা খেলতে মাঠে করি না যে টইটই
মা বলেন,"সোনা আমার ভদ্র কত বাসায় তুই।"
আমরা খুবই ভদ্র গো অলস দুপুর গড়িয়ে
ঘুমাই মোরা লেপের তলে,গোধূলি আলো জড়িয়ে।
হাতে মোবাইল টিপে খেলি মনের আশার ফুটবল
স্কুল থেকে বাসায় এসে বন্ধুকে দিই ফোন কল ।
সন্ধ্যাবেলা পড়তে বসি, রাত্রে খেয়ে ঘুম।
ভূতের ভয়ে বালিশ জড়াই, রাত্রি যে নিঝুম।
পড়ে গেলে মরে যাব, তাই চড়ি না গাছে
আধোয়া আম খেলে জীবন কী আর বাঁচে!
রোদে ঘুরলে ক্লান্তি হবে, ছাতা নেওয়া ছাড়া,
অলস বাড়ির সময় ছেড়ে বের হবেই বা কারা?
পাহাড়-সাগর ছবি তুলি, যাই না কাছে ভয়ে
পড়ে যেতে পারি পাহাড় থেকে, সাগরে নিশ্চয়ই ।
এভাবেই তো মনটাকে পোষ মানিয়ে রাখি।
ভয় জড়িয়ে অলসভাবে মিছেই ঘরে থাকি।
হতাম যদি এর চাইতে আমি বনের পাখি ,
ঘুরতাম আমি ইচ্ছামতো, রইত না কিছু বাকি।
তাই তো ভদ্র অতি, বাঙালি সন্তান
যাইনা কোনো অভিযানে,যতই প্রাণ হোক আনচান।
YOU ARE READING
আমার কবিতার জগতে
Poetryআমার ভাবনা ছন্দে বের হয় এ আমার চিন্তা, কবিতা নয় পৃথিবীটা হোক আনন্দময় দূর হয়ে যাক সকল ভয়। এগুলো আমার ছন্দ চিন্তা, কবিতা হলেও, কবিতা নয় ।😊