কিশোর

7 1 0
                                    

কিশোর তুমি দুরন্ত, এদেশের আশা

তোমার মাঝে উঠুক ফুটে সবার ভালোবাসা ।

তোমার এখন ঘরের ভেতর থাকলে হবে না

বিশ্ব তোমার চিনতে হবে, মানুষ তবেই না!

পাছে লোকে কিছু বলে, ভাবলে চলবে না

আত্মবিশ্বাস ও সাহস এ কখনো টলবে না।

সকল ভালো কাজে তুমি রইবে এগিয়ে ।

আশা করে এদেশ ভারি
                     তোমাকে নিয়ে ।

আমার কবিতার জগতে Donde viven las historias. Descúbrelo ahora