স্বাধীনতা কী এখন আর তা জানি না ...
স্বাধীনতা এনেছিলাম অনেক বছর আগে
ভেবেছিলাম শান্তি এবার আসবে দেশ জুড়ে ।
আজ আমি বলতে বাধ্য হচ্ছি রাগে
স্বাধীনতা চলে গেছে অনেক দূরে।আজ কেউ মতামতও দিতে পারে না
হত্যা হয় নইলে পরে তারা
আজ আবরারের আত্মা কাঁদে
বিনা দোষে মা সন্তান হারা।আজ রাস্তা দিয়ে হাঁটার সময় রেনুর আত্মা ঘোরে
স্কুলের খবর নিতে গিয়ে নিহত হন যিনি
কেবল মাত্র চোর সন্দেহে গণপিটুনিতে।
এরকম কোনোদিন চোখে দেখিনি ।আজ কোনো কানে কেবল শুনতে পাই
ধর্ষিতার ক্রন্দনের আওয়াজ
আজ চোখ মেলে দেখতে পাই
ধর্ষকের আনন্দ সাজআমি এ স্বাধীনতা বুঝতে পারি না....
YOU ARE READING
আমার কবিতার জগতে
Poetryআমার ভাবনা ছন্দে বের হয় এ আমার চিন্তা, কবিতা নয় পৃথিবীটা হোক আনন্দময় দূর হয়ে যাক সকল ভয়। এগুলো আমার ছন্দ চিন্তা, কবিতা হলেও, কবিতা নয় ।😊