বাংলাদেশ আমার কাছে এক কবিতার নাম
যে কবিতার ছন্দজালে মন হারিয়ে যায়
যে কবিতার শব্দে মন আনন্দে হারায়
সে বাংলাদেশ আমার কাছে ছবিতে আঁকা গ্রাম ।বাংলাদেশ আমার কাছে বীরের জন্মভূমি
যে দেশের মানুষের সরল সোজা মন
দরকার হলে দেশের জন্য দিবে নিজ জীবন
মায়ের ভাষার সম্মান রাখে রক্ত দিয়ে তারা
আবার ছোট ছোট বিষয়ে আনন্দে আত্মহারা
সেই মানুষদের আশার দেশ, বাংলাদেশ, তুমি।বাংলাদেশ নদীতে সজ্জিত এক দেশ
সাত'শ নদীর আবাসস্থল , নীলের সমারোহ
নদীর তীরে কাশের মেলা, সবুজের গৃহ
এ বাংলাদেশ, রূপের তার নেই যে কোনো শেষ।বাংলাদেশ আমার কাছে ইতিহাসের পাতা
কতবার কতজনের শাসন হলো হেথা
রূপ বদলেছে বারে তার, সৌন্দর্য সেথা
বাংলাদেশ আমার কাছে শ্রদ্ধেয় মাতা।বাংলাদেশের গানের সুরে মাতে আমার মন
জারি সারি ভাটিয়ালি হারিয়ে যাই সুরে
মন উড়ে যায় ডানা মেলে কোন অন্তঃপুরে
বাংলাদেশে জন্মে হলো ধন্য এ জীবন।
YOU ARE READING
আমার কবিতার জগতে
Poetryআমার ভাবনা ছন্দে বের হয় এ আমার চিন্তা, কবিতা নয় পৃথিবীটা হোক আনন্দময় দূর হয়ে যাক সকল ভয়। এগুলো আমার ছন্দ চিন্তা, কবিতা হলেও, কবিতা নয় ।😊