দ্যা এশ অফ হিস্ট্রি

16 4 0
                                    


দ্যা এশ অফ হিস্ট্রি
(১)

রাত হয়ে গেলেও যখন রাশেদ এলো না তখন নিলুফা কিছুটা চিন্তিত হয়েছিল। তবে লতা বলল চিন্তা না করতে। শহর আর গ্রামের যাতায়াত পথ যে সহজ নয় তা বেশ ভালো জানা। তাও লতাকে নিয়ে বাইরে বেরিয়েছে নিলুফা। দিঘীর সামনে বসে আছে। এখান থেকে দূর মেঠোপথ স্পষ্ট দেখা যায়। রাশেদ আসলে এখান দিয়েই আগে দেখা যাবে।

হটাৎই একটা পাখি উড়ে এসে বসল নিলুফার কাছে। সেই বকঠ্যাঙা। নিলুফাকে দেখতে লাগলো। সাথে আরেকটা এসে জুটলো।
অমনি পুকুরে আবার আগুন লেগে গেল। লতা ভয় পেয়ে বলল -" বুবু, চলেন যাই। "
--"আরে ভয় পাওয়ার কিছু নেই, এটা আলেয়া। বস-"

কথা শেষ না করতেই আবার সেই চিৎকার চেচামেচির আওয়াজ! নিলু ভয় পেয়ে যায়। পরক্ষণেই সামলে নেয়। একটা পরীক্ষা করছে ও।
পাশে বসা পাখির দিকে চোখ দেয়। মুচকি হাসি ফুটে ওঠে। চিৎকারের আওয়াজ পাখি থেকে আসছে। ময়না পাখি। এবার সব স্পষ্ট হল নিলুফার কাছে। লতাকে বলল, "দেখ, এবার বুঝেছিস?"

লতাকে দেখে মনে হল না এবারো বুঝেছে।
নিলুফা তাই ব্যাখ্যা করল।
--"এগুলো তো বিদেশি ময়না, তাইনা? ময়না তো ময়নাই। স্বর অনুকরণ করতে পারে। আমার মনে হয়, যখন ওই বারো বণিকদের পুড়িয়ে মারছিল তখন তাদের আর্তচিৎকার এই পাখিগুলো রপ্ত করে ফেলে। যেহেতু তখন দিঘীতে আগুন জ্বলছিল তাই এ ব্যাপারটা তাদের উদ্দীপক হিসেবে কাজ করে। এরপর থেকে যখনই আলেয়ার কারণে দিঘীর জলে আগুন দেখা যায়, তখনই এরা ওভাবে চিৎকার করে। বুঝেছিস এবার?"
--"কিন্তু তাহলে এত বছরেও কেউ বুঝল না কেন?"
--"আমার মনে হয় ভয়ে কেউ এদিকটা আসেনি। ভয়ের কারণেই কেউ এই সহজ ব্যাপারটা বুঝতে পারেনি।"
--"বুবু, আপনি অনেক বুদ্ধিমান।"

ঠিক তখনই রাশেদ হাপাতে হাপাতে এল! এসেই নিলুফাকে টানতে টানতে উঠালো।
--" নিলু, চল এখানে থাকা তোমার জন্য সেফ না। তোমাকে মেরে ফেলবে।"
--"কে মেরে ফেলবে? বস তো। কোথায় ছিলে তুমি?"
--"নিলু উঠ। ওরা চলে আসবে। যারা আমাকে বেধে রেখেছিল। ওরা আমাদের বাচ্চা চায় নিলু। আমি পুলিশ ডেকেছি। তুমি উঠ-"

প্রত্যাবর্তন (অতিপ্রাকৃত)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon