Part 1

93 1 2
                                    

পদ্মা সাধাসিধা মেয়ে। পদ্মার প্রতিবেশির ছেলে বিওমগিয়ুর উপর সে ক্রাশ খেয়েছে প্রায় ১ বছর হলো। পদ্মা বিওমের থেকে ছোট বলে এখনো কিছু বলতে পারেনি। বিওমের ফ্রেন্ড তেইহিউন কেও তার অনেক ভালো লাগে। একদিন বলা নেই, কওয়া নেই, তেইহিউন আর বিওম পদ্মার স্কুলে ভর্তি হয়ে গেল। তবে বিওম অন্য ক্লাসে আর তেইহিউন পদ্মার ক্লাসমেট।

পদ্মা পারলে সারাদিন বিওমের ক্লাসের সামনে দাড়িয়ে বিওমকে দেখতে থাকে। কিন্তু যতক্ষন ক্লাস চলে ততক্ষন পদ্মার সেই চাহনিটা তেইহিউনের দিকে পড়ে। কিন্তু হাজার হলেও পদ্মা বিওমকে ভুলতে পারে না।

একদিন পদ্মা টিফিন টাইমে খাওয়া শেষে বিওমের ক্লাসের সামনে বিওমের 'বোতল ফুটবল' খেলা দেখছিল। তখন হঠাৎ পিছন থেকে বিওমের দেড় বছরের বড় বোন তানজিম পদ্মাকে ডাকে৷

তানজিমঃ এই মেয়ে 😗

পদ্মাঃ জ-জী? 🙂

তানজিমঃ অনেক দিন ধরে দেখি তুমি এই ক্লাসের সামনে দাড়িয়ে আমার ভাইয়ের দিকে তাকিয়ে থাকো, ক্রাশ টাশ খাইসো নাকি? 😏

পদ্মাঃ বিওম তোমার ভাই? 😶

তানজিমঃ হু হু আমি জানতাম -,- তুমি বিওমের উপর ক্রাশ খাইসো 😗

পদ্মাঃ ইয়ে... ওকে বইলো না পিলিজ 🙂

তানজিমঃ ওকে 🤗

পদ্মাঃ থেংকু 🙂💜

(পার্ট ১ শেষ -,-)

পদ্মা তুমি কার?Where stories live. Discover now