পদ্মার হাতে চাকু দেখে পদ্মার কাজিন সামিনা আসে তার কাছে।
সামিনাঃ অই কি করিস?
পদ্মাঃ আমারে ছাইড়া দে, আমি আর এই গেবন রাখতে চাই না 🙂 বিওম আমার সাথে চিটিং করে জিনাবের সাথে ডেট করসে 🙂 আমি সুইসাইড করমু 🤧
সামিনাঃ করলে বিওমের সামনে কর, আমি কাইকে নিয়া আসি। তুই পার্কে যা -,-
পদ্মাঃ ওকে।
পদ্মা চাকুটা নিয়ে পার্কে বিওম আর জিনাবের কাছে চলে যায়।
বিওমঃ পদ্মা আমাদের ব্রেকআপ হয়ে গেসে, এখন তুমি আমার ^^
পদ্মাঃ বিশ্বাস করি না আমি তোকে, আমি সুইসাইড করলাম।
পদ্মা সুইসাইড করতে নিলে বিওম পদ্মার হাত ধরে।
বিওমঃ পদ্মা না!
পদ্মাঃ বিওম হ্যা!
বিওমঃ না!
পদ্মাঃ হ্যা!
বিওমঃ প্লিজ না!
পদ্মাঃ প্লিজ হ্যা! ছাড়ো আমাকে!
পদ্মা বিওমের হাত জোড় করে ছাড়িয়ে নিতে গেলে বিওমের হাত চাকু দিয়ে কেটে যায়।
বিওমঃ আহ!
পদ্মাঃ ধরতে বলসিলো কে তোমাকে?
পদ্মা চাকুটা নিচে ফেলে দিয়ে তার স্কার্ফ দিয়ে বিওমের হাত বেধে দেয়। ওদিকে কাই এসে জিনাবকে নিয়ে যায়।(জিনাবের আজকে খবর আছে -,-) পদ্মা তার চাকুটা সামিনার হাতে দিয়ে হাটতে থাকে। সামনে তেইহিউনকে দেখে দৌড়ে তার কাছে চলে যায়।
পদ্মাঃ তেইহিউননন!!!!
তেইহিউনঃ হুম? পদ্মা!
পদ্মাঃ তেইহিউন আই লাব ইউ, তুমি আমার বফ হবা?
তেইহিউনঃ really? নাকি কোনো dare?
পদ্মাঃ উহু একদম সত্যি আই লাভ ইউ।
তেইহিউনঃ *smile* আলাবু টু
দূরে দারিয়ে সামিনা পদ্মার ড্রামা দেখতে থাকে।
সামিনাঃ এই মেয়ে আর ঠিক হবে না (-_-) *faceplam*
{এই পার্টটা আমি PC তে লিখসি তাই ইমোজি দিতে পারলাম না :v}
(পার্ট ৩ শেষ)
YOU ARE READING
পদ্মা তুমি কার?
Fanfictionতেইহিউনঃ পদ্মা ও পদ্মারে তুই অপরাধি রে~ বিওমগিয়ুঃ পুরো বিশ্বে হাজার নদী, পদ্মা কিন্তু একটাই রে -,- পদ্মাকে নিয়ে টানাটানি দুইজনের, কে হবে পদ্মার?