Part 5

29 1 0
                                    

পরদিন।
স্কুল ছুটির পর পদ্মা বিওমের ক্লাসের সামনে দাড়িয়ে আছে বিওমের জন্য। সবাই বের হয়ে গেলে সবার পর বিওম বের হয়ে আসে। তাকে কেমন মনমরা দেখাচ্ছে। পদ্মা তাকে ডাকে

পদ্মাঃ বিওমগিয়ুউ~

বিওমঃ?  ও পদ্মা?

পদ্মাঃ বিওম I'm sorry for everything পিলিজ মাফ করে দেও 🥺 তোমাকে একটা কথা বলার ছিল 🥺

বিওমঃ হ্যা বলো 🙂

পদ্মাঃ I lab you 🥺 প্রমিজ করতাসি কক্ষনো তোমাকে ছেড়ে যাবো না পিলিজ আমাকে তোমার life partner বানাও 🥺

বিওমঃ তেইহিউনের মতো প্র‍্যাংক না তো? 🙂 আমার মাথায় হাত দিয়ে বলো 🙂 যদি প্র‍্যাংক হয় তাহলে আমি পানিতে ঝাপ দিব 🙂

পদ্মাঃ এই দিলাম, আলাবু বিওম 😍😘 আর এবার এটা সত্যি 🤧 প্র‍্যাংক না।

বিওমঃ 🙂 দেখা যাবে
I lab you too 😘 পদ্মা 😍 *hugs tightly*

পদ্মাঃ Aww 🥺 *hugs back*

দূর থেকে বাকিরা দেখছিলো।

সামিনাঃ AWWW দেখ ওরা কত্ত কিউট~ 🤧🤧🥺 আমি কাইন্দা দিমু 😭🤧

তানজিমঃ yaaay  finally আমার ভাই তার লাইফ পার্টনার পেয়ে গেসেএ 🤧 ওই কেউ মিলাদ দেও আমার কাছে টাকা নাই 🤧 আরে পরে টাকা ফেরত দিমু আগে মিলাদ দেও কেউ 🥺 এত্ত কিউতনেস কই রাখি 😭

সামিহাঃ 🙂 এরা দেখি সব খুশিতে সেন্টিমেন্টাল হয়ে গেসে 🙂 বাট এই উপলক্ষে একটা পার্টি তো দেওয়াই যায় 🥳🥳

ওইদিকে তেইহিউন।

তেইহিউনঃ 🙂 থাক তোরা দুজন থাক সুখে 🙂
আগুন জ্বলুক তেইহিউনের বুকে 🙂 আমি র‍্যামেনের সাথে রিলেশন করমু তাও ও আমাকে কখনো ছেড়ে যাবে না 🙃

কাইঃ 😒😒😒 আমার জিনাব আছে।

সুবিনঃ 🙂 তুই র‍্যামেন হইলে আমি পাউরুটির সাথে রিলেশন করবো 🙃

ইয়নজুনঃ তাহলে আমি? 🥺 সুবিনা আমি তোমার উপর ক্রাশ খাইসিলাম 🥺

সুবিনঃ Oh really? 😲 I love youu 😘

ইয়নজুনঃ আলাবু টু 😀🙈

কাইঃ 🙂 আমি এই ব্যাক্তিদের চিনি না

তেইহিউনঃ East and west
তেইমেন is the best 😍🍜

(পার্ট ৫ শেষ -,-)

You've reached the end of published parts.

⏰ Last updated: Jul 20, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

পদ্মা তুমি কার?Where stories live. Discover now