Part 2

59 2 0
                                    

এক ছুটির দিন বিকালে পদ্মা পার্কে ঘুরতে যায়। বাইরের ফুরফুরে বাতাসে তার মনও ফুরফুরে। কিন্তু হঠাত তার এই ফুরফুরে মনে আগুন লাগলো যখন সে দেখলো বিওম পদ্মার ক্লাসমেট জিনাবের সাথে ইটিশ পিটিশ করছে। পদ্মা কিছু মনে করতো না। কিন্তু জিনাব অলরেডি পদ্মার আরেক ক্লাসমেট কাইয়ের সাথে engaged, কয়েক মাস পর তাদের বিয়ে। জিনাব এখন বিওমের সাথে ইটিশ পিটিশ করা মানে জিনাব কাইয়ের সাথে চিটিং করছে।

পদ্মা তাদের কাছে যেতে যেতে তারা চলে যায়। সেদিনের কথা পদ্মা পরে ভুলে যায়। পরদিন পদ্মা আবার পার্কে ঘুরতে বেরোলে বিওমকে একা পায়।

পদ্মাঃ yes বিওমকে একা পাইসি, যাই প্রপোজটা করেই ফেলি 😏

পদ্মা বিওমকে প্রপোজ করলে বিওমও তাকে এক্সেপ্ট করে নেয়। কিন্তু তখন কোথা থেকে জিনাব উড়ে এসে জুড়ে বসে।

জিনাবঃ বিওম বেবিইইই~😚

পদ্মার মাথায় আকাশ ভেঙে পড়লো।

পদ্মাঃ বেবি মানে? 🙂

জিনাবঃ ইয়ে কিছু না 😬 তুই কি করিস? 😐

পদ্মাঃ কিছু না মানে? আমি কালকেও দেখসি তুই বিওমের সাথে ইটিশ পিটিশ করছিলি 🙂 কাইকে যদি বলি?

জিনাবঃ না না প্লিজ বলিস না 😬 আচ্ছা যা বিওম তোর

পদ্মাঃ দুরে যাইয়া মর 🙂 আর বিওম I didn’t expected this from you 🙂 তুমি জানো ও অলরেডি কাইয়ের সাথে engaged কিন্তু তাও-

বিওমঃ ইয়ে পদ্মা প্লিজ তুমি সব ভুলে যাও, জিনাবের সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই 😬 প্লিজ শোনো-

বিওমকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে পদ্মা দৌড়ে চলে যায় তার বাসায়। সে একটা চাকু নেয় হাতে, সে সুইসাইড করবে।

(পার্ট ২ শেষ -,-)

পদ্মা তুমি কার?Where stories live. Discover now