ভূমিকা

131 19 9
                                    


কী লিখব কিছুই বুঝতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম কোনো কিশোর উপন্যাস লিখব। পরে ভাবলাম কিশোর উপন্যাস আজকাল সবাই লেখে, জিনিসটা পুরা পুরনো হয়ে গেছে। তাই অবশেষে েএক অদ্ভুত তবে রোমাঞ্চকর কাহিনী লিখে ফেলরাম। তবে লেখা শেষ হওয়ার পর কোনো এক দিক থেকে এটাকে কিশোর উপন্যাস বলেই মনে হচ্ছে। হয়ত বলা যায় কিশোর উপন্যাস এর নতুন ভারসন বা, অমন কিছু। 

জীবনে আমরা সবাই সফল হতে চাই। আর বেশিরভাগ কাহিনীই লেখা হয় এই সফলতা লাভের ইতিহাস নিয়ে। এরপর কি হলো তা কেউ জানতে চায় না। তাই আজ সফলতা লাভের ইতিহাস নয় বরং সফল তিন বোন এবং তাদের একমাত্র ছোট ভাই এর সফলতা পরবর্তী জীবন নিয়ে লিখছি। ভাই বোনের ভালোবাসা, দুষ্টু মিষ্টি ঝগড়া, একে অপরের প্রতি টান এবং দরদের সম্পর্কের বাইরে ছোটোখাটো হাসির ঘটনাও রয়েছে এই গল্পে। আশা করি পাঠকদের ভালো লাগবে। 


কাহিনীটি সম্পূর্ণ আমার নিজের তৈরি। দয়া করে নকল এবং পুনঃপ্রকাশ করবেন না। এই গল্পে ব্যবহৃত কোন ছবি এর মালিক আমি নিজে না। সকল ছবি গল্পের স্বার্থে ব্যবহৃত হয়েছে এবং ছবির কৃতিত্ব সত্যিকারের মলিককেই দেওয়া হচ্ছে। ছবির মতো কভার-ও আমার নিজের তৈরি না। 




এই কাহিনীতে উল্লিখিত সকল চরিত্র এবং ঘটনা, সবই লেখকের কল্পনা। এর সাথে বাস্তবের কোনো মিল নেই। লেখক সকলের প্রতি শ্রদ্ধাশীলতার সাথে জানাচ্ছেন যে, এই কাহিনীর মাধ্যমে তিনি কাউকে কষ্ট দিতে বা কারো কোন প্রকার ক্ষতি করতে চাননি। এটা শুধুমাত্র একটি কাহিনী ছাড়া আর কিছুই না। 




এটা আমার প্রথম লেখা তাই সবাইকে অনুরোধ করব প্লিজ কমেন্টে জানাবেন লেখাটা কেমন হয়েছে এবং আপনারা আর কি কি চান। দয়া করে আমার লেখার মধ্যে কোন ভূল খুঁজে পেলে সেখানে কমেন্ট করবেন যেন আমি ভূলটি সংশোধন করতে পারি। আর লেখাটা যদি আপনার ভালো না লাগে তাহলে অবশ্যই-অবশ্যই বলবেন যে ভালো হয় নি। কারণ আপনি ভালো বলার পর যখন অন্য কেউ আমার ভূলগুলো ধরিয়ে দিয়ে বলে যে আমার লেখা ভালো হয় না, তখন আসলেই কষ্ট লাগে যে আপনি আমার বই আগে পড়ার পরও আমাকে ভূলগুলো ধরিয়ে দেন নি এবং আমাকে মিথ্যা আশা দিয়ে বলেছেন যে লেখা ভালো হয়েছে। লেখাটি সম্পর্কে আপনর যেকোনো ধরণের উপদেশ থাকলে বলবেন, আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করব। 

হাউজ অফ্ ডাক্তার্'সWhere stories live. Discover now