নিজের এলাকা

141 1 0
                                    

ঢাকা বিভাগের কিছু  জেলার মাজে একটি হচ্ছে টাংঙ্গাইল।এর একটি উপজেলা এলেঙ্গা,
সকাল আনুমানিক ৮:৩০ ফ্লাইওভারের নিচে, রমজান মামার চা এর দোকানের নিচে বসে চা খাচ্ছে ফারাবি,মনের ভিতরে কিছু একটা ঠিক নেই এমন সময় হাফিজ প্রায় দৌরে এলো।
কিরে ওমন হাফাইতাছশ কেন কি হইছে,ভাই মিলি!
কোন মিলি ফারাবির প্রশ্ন,ভাই ফরাহানা মিলি ঔযে মতিন কলেজের মাইয়া টা, হুম কি হইছে, পুংলী ব্রিজের নিচে ওর লাশ পাওয়া গেছে,ফরাবীর মুখটা কালো হয়ে গেলো,কেমনে হইলো?
ভাই আমার মনে হয় কালামিজান করছে এইটা,তুই কেমনে জানস?কাইল থিকা ওর কোনো খোজ খবর পাইতাছি না তো তাই।
আচ্ছা হইছে বেশি পন্ডিত হতে যাইশ না ও কিন্তু মেওর এর ছেলে মনে রাখিশ।
আচ্ছা থাক আমার প্রচুর খুদা লাগছে বাসায় যাই,বলেই ফারাবি উঠে পরলো নিজের বুলেট স্টার্ট দিয়ে চলে গেল।হাফিজ তাকিয়ে থাকে ওর গন্তব্যর দিকে,, ভাবতে থাকে,ভাইটারে কত সুন্দর দেখাযায় অথচ সবাই কেমন ভয় পায় ওকে দেখে,আমি বুজি না কেমনে মানুষের ভয় লাগে আমার তো ওর মুখের দিকে তাকাইলেই কেমন একটা মায়া লেগে যায়।

REVENEGEKde žijí příběhy. Začni objevovat