মিলির কথা

46 0 0
                                    

কলেজে যাওয়ার সময় রুমি বলে মিলি দেখ ফারাবি!তাকিয়ে দেখলাম লম্বা ফরর্সা মতো এক ছেলে কলেজের গেটের পাশে কয়েক জনের সাথে দারিয়ে গল্প করছিলো ইসস্ কি মায়াবী মুখটা হাশিতে যেনো আমার হৃদপিন্ডটা কয়েক সেকেন্ডের জন্য তার পাল্স বন্ধ করে দিয়েছিলো।
=>রুমি বলছে আমাদের কলেজের অধিকাংশ মেয়ের ক্রাশ ফারাবি।চেহারা ভালো হলে যা হয় আরকি,
এইকুত্তায় নাকি এখান কার টপ টেরারিস্ট
তাই তো কেও কথা বলার সাহস পায় না আমার  ইচ্ছা আছে যা হবার হবে একদিন সামনে গিয়ে দারাবো।
আমরা কথা বলতে বলতে ক্যাম্পাসে ডুকে পরেছি আমি বিজ্ঞান বিভাগ আর রুমি কমার্স তাই আলাদা হয়ে গেলাম দুজনে।
=>সামনে সেই ভদ্রলোক আমি একটু ভান করে পাস দিয়ে যাওয়ার সময় ওড়না দিয়ে ওর উপরে মারলাম যদি একটু তাকায়,কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় দু তিন পা এগুতে একটা ধমক, পিছন ফিরে দেখি পড়ে যাওয়া  সিগারেট উঠাচ্ছে,বেশ কিছুক্ষন ঝাড়লো যাই হোক সুযোগ তো পাইছি এই সুযোগ হাত ছারা করা যাবে না পাশের দোকান থেকে একটা নিলাম,
ওমা দিতে গিয়ে দেখি আরো ঝামেলা আরে ভাই আমি কি তোকে বলছি যে তুই ফইন্নি।
সালা মিচকে সয়তান সেদিন ভাব দেখাছিলো আর  আমার ২৭০  টাকা চলে গেছে ওরে সিগারেট খাওয়াতে।

Você leu todos os capítulos publicados.

⏰ Última atualização: Oct 05, 2020 ⏰

Adicione esta história à sua Biblioteca e seja notificado quando novos capítulos chegarem!

REVENEGEOnde histórias criam vida. Descubra agora