মিলি

99 1 0
                                    

ফারাবি বাসায় শুয়ে আছে  এবং আপন মনে ভাবতেছে ঠিক কি হয়েছিল কাল।
কাল যখন ও ঢাকায় গিয়েছিলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা দিতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিলো,পূংলী ব্রীজের কাছে আসতেই দেখতে পেল কিছলোক কিছু একটা করছে একবার ভাবলো যাই এগিয়ে আবার না থাক যার যা খুশি করুক গিয়ে আমার এত মাথা ঘামিয়ে লাভ কি!বলেই বুলেটে টান দিলো, মনের মধ্যে একটা অসস্তি  কাজ করতেছে,না দেখি একবার গিয়ে হচ্ছে টা কি,বাইকটা ইউটার্ন করতেই হেডলাইটের আলোতে দেখলো ওটা কে মিজান না!!হ তাই তো দেখি খাইছে সালা কালা কু্ত্তায় আবার কি ও কাজ কু কাজ করলো,,ভাবতে ভাবতে এগিয়ে যাছে ততক্ষণে ওদের মাইক্রো টা চলে যাচ্ছে।
ঘারিতে বাইকটা ইস্টান্ড করে দূত নিচে চলে গেলো ফারাবি,একটা বস্তার মতো মনে হচ্ছে,,এগিয়ে যেতেই দেখে প্লাস্টিক এর ব্যাগ ভিতরে কিছু ভরা জিপার ধরে টান দিতেই একটা মাথা,বড় সর একটা ধাক্কা খেলো ভয় ও পেলো বেশ, ফারাবি স্তব্ধ হয়ে গেছে  ওর এখন কি করা উচিত দৌড় দিবে নাকি কিন্তু একি ও নারাচারা করার শক্তি খুজে পাচ্ছে না।
উপরে হাইওয়ে অনবরত গাড়ি চলছে একটার পর একটা সাই সাই করে মনে হচ্ছে মাথার উপর দিয়ে উরে যাচ্ছে হালকা আলোর ছটা পরছে লাশটার উপর,কেমন যেনো চেনা চেনা লাগছে তারাতারি মোবাইলের ফ্লাশ অন করলো,মাথার উপর একটা চিরিৎ দিয়ে উঠলো এতো মিলি!
জিপার টা পুরো টান দিয়ে খুলে দেখলো নগ্ন দেহ দুধের উপরে অনেক গুলা নখের আচর ফেটে রক্তক্ষরণ হচ্ছে গলায় কামরের দাগ মাথার নিচে রক্ত জমাট বেধে আছে সম্ভবত ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছে,ফরসা মোমোর মতো শরির টার দিকে তাকিয়ে তারা তারি উপরে উঠতে লাগলো মাথার ভিতরে কিছুই ডুকছে না খালি একটা কথা বার বার মনে হচ্ছে শুয়ারের বাচ্চা রা মানুষ নাকি জানোয়ার,,উপরে উঠে মোবাইলে একটা কল করলো, হ্যা শুভ
ওপাশের উত্তর হ্যা ভাই এত রাতে কি হইছে,একটু ঝামেলা হইছে তুই আয় সাথে বিষনু কে নিয়ে আসিশ,, আর হ্যা মেশিন নিয়ে আসবি।
ভাই কয়টা আনবো, আমার জন্য একটা আর তোদের জন্য লাগলে আনিস,,কাউকে বলিস না ফ্লাইওভারের নিচে চলে আয়।
ফারাবি বুলের আবার স্টার্ট করলো বাড়ির দিকে ছুটালো,,
বাসায় পৌছে বাইক টা রেখে রুমে চলে গেলো ড্রয়ার থেকে চাবি টা নিয়ে নিচে পাকিং লট থেকে মাইক্র টা বের করে নিয়ে চলে এলো।

REVENEGEOnde histórias criam vida. Descubra agora