মিলি (৩)

47 0 0
                                    

সকাল ১০ টা ফারাবি বসে আছে রমজান চাচার দোকানে, আজকে কিবা জানি হারা সহর জুইরা থইমকা রইছে না বাবাজী? চা দিতে দিতে বললো রমজান আলী।
হুমম!
আজকে যাই কাকা.
উঠে পরে ফারাবি।
(২)
১১:৩০ ফোনের ইস্ক্রিনে দেখে এতক্ষণ শুয়ে ধরে আছে অথচ ঘুম আসছে না কেনো!
একটা সিগারেট জালায়,
বসে আছে চায়ের দোকানে হঠাৎ একটা সিগারেট সামনে ধরা বিরক্তিকর দৃষ্টি নিয়ে মাথা তুলতেই দেখে সেই মেয়েটি,
রমজান চাচা অবাক আজকাল কার মেয়ে গুলা একটু বেহাইয়া পানা বেশিই করে কাপর চোপড়ের কি অবস্থা দেখো এর থেকে না পরলেও বোধ হয় মানুষ ভালো চোঁখে নিতো রাগে গড় গড় করতে থাকে রমজান চাচা।
=>কি চাই?
=>সেইদিন সিগারেট টা নিলেন যা যে ১০ টাকা দিয়ে কিনেছি এমনি এমনি কি আর ফেলে দিবো নাকি তার থেকে ভাবলাম যার যন্য কিনেছি তাকেই খাওয়াবো।
=> ঔ তর কাছ থেকে আমি সিগারেট নিবো কেনো আমাকে দেখে তর কি মনে হয়!
যা সামনে থেকে।
=>শুনেন আপনাকে আমি ভালোভাবেই চিনি কিন্তু আপনি চিনেন না আমি কে,
যতদিন না নিবেন সিগারেট টা ততদিন পিছু ছারবো না একটা অভিমানের সুর নিয়ে কথা গুলো শেষ করে মাথা নিচু করে দারিয়ে থাকে মিলি।
=>কেমন যানি হাসি পার ফারাবির লোকে তাকে দেখে ভয়ে মাথা তুলে তাকায় না আর এই মেয়ে কেমন তর্ক করছে।
একমুহূর্তের জন্য মায়া লেকে যায় ফারাবির, আসেপাশের লোকজন দেখছে এদিকে তাই তারাতারি হাত বাড়িয়ে নিয়ে নেয় ফারাবি,
সেই সুরু তার পর থেকে যখনি দেখা হয়েছে মেয়েটার সাথে প্রতিবারই একটা করে সিগারেট নিয়ে আসছে মেয়েটি।

REVENEGEOnde histórias criam vida. Descubra agora