হাজার বছর পুরনো একটা বই, যাতে লেখা আছে MORTALITIES ENCHANTMENTS (মৃত্যুর মন্ত্র)। এই বই তখনকার কালো যাদুকরদের, যারা চেয়েছিল মানবজাতিকে ধবংশ করতে। তারা পারেনি মানবজাতিকে ধবংশ করতে। কিন্তু তাদের সৃষ্টি করা এই বই এখনও পৃথিবীতে আছে। যা একটা গোপন জায়গায় লুকানো আছে। এই বই বর্তমানে লুকানো আছে কোন এক পিরামিডের ভিতরে, কোনও এক জায়গায়। যার সন্ধ্যান কেউ জানেনা। লুসির জীবনের একমাএ উদ্দেশ্য হচ্ছে এই বইকে খুঁজে বের করা। লুসি বিভিন্ন মানুষের সাথে কথা বলে এই বইয়ের সন্ধ্যানের জন্য। এই বইয়ের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে। দেশে বিদেশের প্রাচীন সব বইয়ের দোকানে খোঁজ করে। লুসি কী জন্য এই বই উদ্ধার করতে চায়? লুসি কী করবে এই বই দিয়ে? লুসি কী এই বইয়ের সন্ধ্যান পাবে? পিরামিড থেকে এই বই উদ্ধার করতে পারবে? নাকি নিজের জিবনকে বিপদের মুখে ফেলবে?