ইয়ারিনার বুকের উপর রক্তের ফোটা ছিটকে পড়ল। সাদা জামার উপর লাল রক্তের দাগ। ইয়ারিনা এবার মাথা তুলে তাকাতেই দেখে ওয়ালিদের বুকে কে যেন গুলি করেছে। অথচ গুলি চালানোর যে শব্দ আমরা শুনি সেরকম কোন শব্দ হয়নি। ইয়ারিনা ভয় পেয়ে গেলো। আলমারির ভেতর থেকে সেই চোখ দেখেই যাচ্ছে। ওয়ালিদ কাঁপুনি দিতে দিতে ফ্লোরে পড়ে গেলো।
6 parts