পর্ব - ৫

193 17 2
                                    


তো গত পর্বে আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম তেই কুকের বাবুদের নাম কি দেওয়া যায় আর তেই এর বোনের নাম কি দেওয়া যায়।। তো সেখানে তোমাদের রেস্পন্সের ভিত্তিতে আমি এখানে নাম গুলা দিলাম


তেইকুকের শেষের ৪ বাবুর নাম


বড় ছেলেঃ রুহান


ছোটো ছেলেঃ দুহান


বড় মেয়েঃ রুহা


ছোটো মেয়েঃ দুহা


আর তেই এর বোনঃ আসিফা


...... এরপরে আরো ২ বছর পার হয়ে গেছে... আসিফা আর জিমিনের ঘর আলো করে জন্ম নিয়েছে ২ জন পুত্র সন্তান...


সকালে রান্না ঘরে জাংকুক নাস্তা বানাচ্ছিল (আবারো kitchen romance )


তখন তেই পিছন থেকে এসে জাংকুককে জরিয়ে ধরল


জাংকুকঃ কি করছ ? ছাড়... তোমার ছেলে মেয়েরা আসবে...


তেইঃ (জাংকুকের জামার মধ্যে হাত ঢুকিয়ে তার নাভির সাথে খেলতে শুরু করেছে আর ঘাড়ের সাথে নাক ডলতে ডলতে জাংকুকের মিষ্টি ঘ্রাণ শুকছে... ) আজকে কি মনে আছে??


জাংকুকঃ হ্যা আজকে বাবুরা আসিফা আর জিমিনদের বাসায় যাবে sleep over এর জন্য... এক মিনিট এই তুমি কি বলতে চাচ্ছ??


তেইঃ আজকে বৃহস্পতি বার... কালকে অফিস নাই... তাহলে... উমমমম


জাংকুকঃ তোমার খালি বয়সটাই হোলো... লজ্জা হোলো না


তেইঃ প্রেমিকদের লজ্জা একটু কমই হয়। স্বামী তো বিয়ে করলেই পাওয়া যায় কিন্তু প্রেমিক পেতে ভাগ্য লাগে... দেখেছ তোমার ভাগ্য কত ভাল ।।!!


জাংকুকঃ আসলেই।। আমার ভাগ্য অনেক ভাল... তোমাকে আমার স্বামি না মানে প্রেমিক হিসেবে পেয়ে


তেইঃ তাহলে আজকে রাতে??


জাংকুকঃ যাও হ্যা বলে দিলাম... কিন্তু জন্ম নিরধোক আনতে ভুল না যেন... তুমি তো প্রায় প্রতি রাতই বাসর রাত কর আর এমন সুযোগ পেলে আমাকে অন্তঃসত্তা করে ফেল...


তেইঃ তাহলে আজকে কোন flavor এর আনব...


জাংকুক কিছু বলার আগেই তেইজিন উপর থেকে চিতকার শুরু করল


তেইজিনঃ আম্মু আম্মু আমার মোজা খুজে পাচ্ছি না


জাংকুকঃ (চিৎকার করে) আসছি


বলে সে চলে গেল... এরপরে তেমন কিছু না তেইকুকের আরেকটা মেয়ে বাবু হয় এবং তেই এর দাদীর ইচ্ছানুসারে সেই বাবুর নাম তেই এর দাদীর নামে রাখা হয় ... আর এই বাবুর নাম কিম বেলা

কিমসWhere stories live. Discover now