আজ ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ রাতের বেলা বাড়ি ফেরার পথে তেই গোলাপ ফুল এনেছে সবার জন্য আর জাংকুকের জন্য একটা আস্ত তোড়া এনেছে। জাংকুকের খুব লজ্জা লাগছিল তেই এর হাত থেকে ওটা নিতে। ১১ টা বাচ্চা সাথে শুশুড় শাশুড়ি আর দাদী শাশুড়ি সবার সামনে নিতে অবশ্যই লজ্জা পাওয়াটা অস্বাভাবিক না ।
জাংকুকের জন্য আনা ফুলের তোড়া
পরের দিন বিকালে কি হোলো কে জানে সবাইকে বসে ঘরে বসিয়ে তেইহিয়াং জাংকুকের সামনে হাটু গেড়ে বসে পরল এবং পকেট থেকে একটা আংটি বের করল
জাংকুকঃ ইশ তুমি কি করছ? কাল ফুল আনলে আজ আবার আংটি?
তেইহিয়েংঃ তাতে কি?? ভালবাসার মানুষকে আংটি দিবনা তো কাকে দিব?
জাংকুকঃ ইশ। সবার সাওম্নে এসব কি বলো? লজ্জা করেনা??
তেইহিয়াংঃ ভালবাসতে লজ্জা কিসের??জাংকুকে আর কিছু বলেনা।
তেইহিয়াংঃ তো বল আমার সারাজীবণের সঙ্গী হবে??
জাংকুকঃ এটা আবার কোনো প্রশ্ন?পরের দিন সারাবেলা তেইহিয়াং আর জাংকুকের আহামরি কোনো কথা হয়না। রাতের বেলা জাংকুক বেশ মন খারাপ করে। ভেবেছিল আজ হয়ত তেইহিয়াং ভুলে যাবেনা। মন খারাপ করে সে বিছানায় শুয়ে পরে । প্রা ১১ টার দিকে তেইহিয়াং ওকে ঘুম থেকে উঠায়