"এইযে শুনছো, দুহাত বাড়িয়ে পাহাড়ের উপর বৃক্ষ হয়ে দাড়িয়ে রইলাম। তুমি জড়িয়ে না ধরা পর্যন্ত মানুষ হবো না!"
: আচ্ছা তাই বুঝি? তাহলে, শোনো!
: বলো!
: বুকের ভেতর প্রেমের নদী
: ঝাঁপ দেবো অনায়েসেই
: উথালপাথাল ঢেউ, সাঁতার কাটা মানা
: ঢেউয়ের মাঝে হাবুডুবু খাবো,
এক ডুবে তলিয়ে যাবো।
: একটা ঝর্ণা,
পাহাড় বেয়ে সেই নদীর জলে
তোমার অপেক্ষায় অনন্তকাল ধরে।
: দেখে নিও,
হাবুডুবু খেতে খেতে
পৌছে যাবো সেই ঝর্ণার ধারে।
: ওই পর্যন্ত পৌঁছাতে পারলে,
দেখবে,
তোমায় নিয়ে লেখা শতশত কাব্য
পাহাড়ের দেয়াল জুড়ে প্রাগৈতিহাসিক কাল থেকে,
সেইসব কাব্য পড়তে পড়তে তুমি জেনে যাবে,
ওই ঝর্ণা, ওই নদী, ওই পাহাড়
ওদের জন্ম হয়েছিল তোমার জন্য।
YOU ARE READING
কাঁঠাল পাতায় চাঁদ কিংবা শিম ফুলের রাত
Poetryকাঁঠাল পাতায় চাঁদ; তোমার উপমা হয়ে থাক।