: তোমারে অনেক মায়া মায়া লাগে আবার অনেক কায়া কায়া লাগে।
কি করি আমি?
: নিখিল বিষের ভোক্তা তুমি, নীলকন্ঠী।
: আচ্ছা? কি করে জানো?
:সবুজ ঘাসেরা জানে,
সে বিষ তোমার তর্জনীতে।
: মৃত্যু ডাকে -
: ছুড়ে ফেলে দাও
ইতিহাস খুঁজে দেখো-
সেই মৃত্যুতে শান্তি নেই।
তার থেকে বরং
কাছে এসো
ভেদ করো।
![](https://img.wattpad.com/cover/313297263-288-k995014.jpg)
YOU ARE READING
কাঁঠাল পাতায় চাঁদ কিংবা শিম ফুলের রাত
Poetryকাঁঠাল পাতায় চাঁদ; তোমার উপমা হয়ে থাক।