: কাকে ভেবে শোনো গান?
গেয়ে ওঠো অচেতন!
কাকে ভেবে যায় দিন?
আবেশের সম্মোহন!
: প্রিয়তমা,
এতো কেবল গান নয়।
আমার মনের কথা।
জানো না - তোমায় ভেবে বুকের ভেতর,
ঝড় ওঠে দিনরাত্রি।
পাইনা খুঁজে তাল বেতাল
কি এক অনাসৃষ্টি।
: তুমি আমার মন বিজয়ী।
ESTÁS LEYENDO
কাঁঠাল পাতায় চাঁদ কিংবা শিম ফুলের রাত
Poesíaকাঁঠাল পাতায় চাঁদ; তোমার উপমা হয়ে থাক।
মন বিজয়ী
: কাকে ভেবে শোনো গান?
গেয়ে ওঠো অচেতন!
কাকে ভেবে যায় দিন?
আবেশের সম্মোহন!
: প্রিয়তমা,
এতো কেবল গান নয়।
আমার মনের কথা।
জানো না - তোমায় ভেবে বুকের ভেতর,
ঝড় ওঠে দিনরাত্রি।
পাইনা খুঁজে তাল বেতাল
কি এক অনাসৃষ্টি।
: তুমি আমার মন বিজয়ী।