: যেতে হবে এবার!
: আবার কবে দেখা হবে?
: যবে আকাশ ভরা জোছনা থাকবে
ছাতিম গাছে ফুল ফুটবে
হিজল ফুল পানিতে ভাসবে।: আকাশ ভরা জোছনা আমাকে তোমার কাছে পৌঁছাতে দেবেনা।
আর ছাতিম ফুলের খবর আমাকে কে জানাবে?
রইলো হিজল!
পুকুর কোথায় এই পোড়া শহরে!
![](https://img.wattpad.com/cover/313297263-288-k995014.jpg)
YOU ARE READING
কাঁঠাল পাতায় চাঁদ কিংবা শিম ফুলের রাত
Poetryকাঁঠাল পাতায় চাঁদ; তোমার উপমা হয়ে থাক।
আবার দেখা হবে?
: যেতে হবে এবার!
: আবার কবে দেখা হবে?
: যবে আকাশ ভরা জোছনা থাকবে
ছাতিম গাছে ফুল ফুটবে
হিজল ফুল পানিতে ভাসবে।: আকাশ ভরা জোছনা আমাকে তোমার কাছে পৌঁছাতে দেবেনা।
আর ছাতিম ফুলের খবর আমাকে কে জানাবে?
রইলো হিজল!
পুকুর কোথায় এই পোড়া শহরে!