জ্বর প্রলাপ

1 0 0
                                    

: ভীষণ জ্বর!

: মাঝখানে দূরত্ব বিশাল,
কি করে তোমায় দিই বলো,
মাথায় রাখা হাত, জ্বর মাপা থার্মোমিটার।

: আমায় দাও,
এলোমেলো কিছু শব্দ;
আবোলতাবোল শুনতে ইচ্ছে করছে।
জ্বরের প্রলাপের মতো প্রেমে পড়বে,
যা শুনে জ্বর পালাবে।

: শব্দগুলো যদি তোমার ঠোঁট ছুঁয়ে যায়?
যদি স্থির হয় ঠিক চোখের সামনে,
যদি অপলক তাকিয়ে থাকে-
তোমার এগিয়ে আসার অপেক্ষায়?

: প্যারাসিটামল হবে,
এক নিমিষে শরীর জুড়ে,
ভালোবাসার বন্যা ব‌য়ে যাবে।

কাঁঠাল পাতায় চাঁদ কিংবা শিম ফুলের রাতNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ