আমি, তার নেত্রদ্বয়ের প্রেমে পড়েছিলাম।
তারে ভালোবাসিনাই।সে, দুই পলকের মধ্যেই হারিয়ে গেল।
আমায় জানিয়ে গেল, আমার দৃষ্টে-তার শেষ যাত্রা।সাম্রাজ্যের তাম্রলিপিতে তার কন্ঠ;
আজও জানান দেয়, সে কেবলই হারিয়ে গেছে ।।
YOU ARE READING
তৃ-শালিক, (ছন্দবিনা)
Randomতৃ-শালিক একটি, সংঘবদ্ধ বাক-কথন। বর্ণমালার অভিব্যক্তি ও নিজস্ব সচলতার আঙ্গিকে একটি ব্যাঞ্জন। (নিজস্ব জীবন থেকে নেওয়া দু-চার লাইন।) আশাকরি ভালো লাগবে।
বিদায় সখী
আমি, তার নেত্রদ্বয়ের প্রেমে পড়েছিলাম।
তারে ভালোবাসিনাই।সে, দুই পলকের মধ্যেই হারিয়ে গেল।
আমায় জানিয়ে গেল, আমার দৃষ্টে-তার শেষ যাত্রা।সাম্রাজ্যের তাম্রলিপিতে তার কন্ঠ;
আজও জানান দেয়, সে কেবলই হারিয়ে গেছে ।।