আমি কবিতার প্রেমে পড়েছি,
সে প্রেম দিল কিন্তু আমায় গ্রহণ করিলনা।
চাতক হয়ে যাতক হলাম,
বারিধারায় অক্ষু ভিজায়ে;
দিন তবু ফুরালোনা।
YOU ARE READING
তৃ-শালিক, (ছন্দবিনা)
Randomতৃ-শালিক একটি, সংঘবদ্ধ বাক-কথন। বর্ণমালার অভিব্যক্তি ও নিজস্ব সচলতার আঙ্গিকে একটি ব্যাঞ্জন। (নিজস্ব জীবন থেকে নেওয়া দু-চার লাইন।) আশাকরি ভালো লাগবে।
কবিতা ও কাব্য
আমি কবিতার প্রেমে পড়েছি,
সে প্রেম দিল কিন্তু আমায় গ্রহণ করিলনা।
চাতক হয়ে যাতক হলাম,
বারিধারায় অক্ষু ভিজায়ে;
দিন তবু ফুরালোনা।