এই অকালে,আমি বড়ই ভুল করিয়াছি
ভুল করিয়াছে, আমার ঘেঁটে যাওয়া মস্তিষ্ক।
ভুল করিয়াছে, চেরা জিহ্বা
হৃদয় নিজেকেই আত্মঘাতী করিয়া,
প্রশ্ন করিয়াছে, অশ্রুধারায়।
উনি কি ক্ষমা করিবেন এ ধৃষ্টতা?
ক্ষমা করিবেন, অশ্রুসিক্ত অক্ষিপট?
YOU ARE READING
তৃ-শালিক, (ছন্দবিনা)
Randomতৃ-শালিক একটি, সংঘবদ্ধ বাক-কথন। বর্ণমালার অভিব্যক্তি ও নিজস্ব সচলতার আঙ্গিকে একটি ব্যাঞ্জন। (নিজস্ব জীবন থেকে নেওয়া দু-চার লাইন।) আশাকরি ভালো লাগবে।
ভুল
এই অকালে,আমি বড়ই ভুল করিয়াছি
ভুল করিয়াছে, আমার ঘেঁটে যাওয়া মস্তিষ্ক।
ভুল করিয়াছে, চেরা জিহ্বা
হৃদয় নিজেকেই আত্মঘাতী করিয়া,
প্রশ্ন করিয়াছে, অশ্রুধারায়।
উনি কি ক্ষমা করিবেন এ ধৃষ্টতা?
ক্ষমা করিবেন, অশ্রুসিক্ত অক্ষিপট?