হে নবীন,
তব ঘন বিষাদ কাটায়ে
নেত্রালিঙ্গনে আহ্বান
শঙ্খচূড়ে বাজে বেদনা।লহ হে হৃদয়, তব ঘন মেঘ
উচ্চ কম্পনে তারই অবকাশ
বাঁধ ভাঙিয়া ছুটিয়ে যায়।হে নবীন,
শিরনত, হয়নি যে আজ।প্রলয় ললাট উচ্চস্বরে
কম্পিত গগন ,সমকীর্ণ ধরিত্রী
লাময় মাটি, অশ্রু হীন মনিষী
কিছু কিশলয়ের আর্তনাদ,
ভয়ার্থ আমি, একারক্তকরবীতে একদল জোনাকি
ওরা যেন মুক্তিযোদ্ধা।।
YOU ARE READING
তৃ-শালিক, (ছন্দবিনা)
Randomতৃ-শালিক একটি, সংঘবদ্ধ বাক-কথন। বর্ণমালার অভিব্যক্তি ও নিজস্ব সচলতার আঙ্গিকে একটি ব্যাঞ্জন। (নিজস্ব জীবন থেকে নেওয়া দু-চার লাইন।) আশাকরি ভালো লাগবে।