সে এমনই বাদলার দিন, কৃষ্ণকলির রূপে মুগ্ধ হইয়া, তাহারে প্রেম নিবেদন করিয়াছিলাম। সে সযত্নে তাহা গ্রহণ করিয়া আমারে আলিঙ্গন করিল। অতঃপর আমারে প্রণাম করিয়া অন্দরমহলে ছুটিল। আমি তাহার লজ্জা অনুভব করিলাম। পশ্চিমা দিগন্তে মেঘমালা রক্তবর্ণ হইয়া, কালী আইল।
YOU ARE READING
তৃ-শালিক, (ছন্দবিনা)
Randomতৃ-শালিক একটি, সংঘবদ্ধ বাক-কথন। বর্ণমালার অভিব্যক্তি ও নিজস্ব সচলতার আঙ্গিকে একটি ব্যাঞ্জন। (নিজস্ব জীবন থেকে নেওয়া দু-চার লাইন।) আশাকরি ভালো লাগবে।
কৃষ্ণকলি
সে এমনই বাদলার দিন, কৃষ্ণকলির রূপে মুগ্ধ হইয়া, তাহারে প্রেম নিবেদন করিয়াছিলাম। সে সযত্নে তাহা গ্রহণ করিয়া আমারে আলিঙ্গন করিল। অতঃপর আমারে প্রণাম করিয়া অন্দরমহলে ছুটিল। আমি তাহার লজ্জা অনুভব করিলাম। পশ্চিমা দিগন্তে মেঘমালা রক্তবর্ণ হইয়া, কালী আইল।