সব কিছু আবার আগের মতো হয়ে গেল। ওহ তাহলে সেটা নিশ্চয়ই স্বপ্ন ছিল। কিন্তু এটা আবার কোন ধরনের স্বপ্ন? আর ছিল শুক্রবার,স্কুল নেই। আমি ডেইজিকে জড়িয়ে ধরলাম। আম্মু আমাকে কপি দিয়ে গেল। আমি এক হাতে কফি আরেক হাতে ডেইজিকে নিয়ে আমার টেবিলের পাশে থাকা জানালার কাছে গিয়ে বসলাম। কফির মগে চুমুক দিয়ে ভাবতে থাকলাম। এটা কেমন স্বপ্ন.. কী অদ্ভুত! এটা কি এটা কি সত্যি হবে? আমি ডেইজির মাথায় হাত বুলিয়ে দিলাম। পাশের বাসার ছাদে টমের দিকে ইঙ্গিত করলাম।
নাশিতা : দেখ ডেইজি, কাকে যেন দেখতে পাচ্ছি। আরে ঐটা টম না?
মিয়াও
ডেইজিকে দেখে মনে হলো সে বেশ রেগে আছে। একদম একটা আলুর মতো লাগছে তাকে দেখতে।
নাশিতা : কী হলো? তোর ভালোবাসার নাম বলতেই মুখ গোমরা করে ফেলেছিস কেন?
মিয়াও
নাশিতা : আমি বলেছিলাম না? ও বিবাহিতই হবে।
ডেইজি আমার কোল থেকে নেমে চলে গেল। বিড়ালরাও আবার কষ্ট পায় নাকি! আমি আবার ভাবতে থাকলাম আমার স্বপ্নের ব্যাপারে। এমন ধরনের স্বপ্ন কখনো সত্যি হতে পারে না। হয়তো আমি স্বপ্নটি এমনি দেখেছি। কিন্তু আমি এ ব্যাপারে সারাদের কি বলবো? ওরা নিশ্চয়ই আবার হাসবে, কিন্তু আমি তো হাসির পাত্র হতে চাই না। মনে মনে ভেবে নিলাম তাদের এ ব্যাপারে কিছুই বলবো না। সেদিন আমার স্বপ্ন আর সত্যি হলো না। আমি এতে বেশ খুশিই ছিলাম। কেননা আমি ভাবছিলাম হয়তো আমি স্বাভাবিক হয়ে গেছি। পরবর্তী দিনগুলোতে আমি এমন ধরনের স্বপ্ন দেখতে থাকি। সবকিছুই কেমন যেন উল্টো। স্কুলে যাচ্ছি রাস্তা উল্টো, পূর্ব -পশ্চিম উত্তর- দক্ষিণ ও উল্টো হয়ে গেছে। এ ধরনের স্বপ্নগুলো নিয়ে আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম। বেশ অনেক দিনই এমন হলো। আর এই স্বপ্নগুলো সত্যি হতো না কখনো। আবার হঠাৎই একদিন রাতে আমার ঘুম ভেঙ্গে যায়। আমি আশেপাশে সব অন্ধকার দেখতে পাই। কিন্তু ঘরে ছিল কেমন যেন একটা অদ্ভুত আলো। আমি আলোর উৎস অনুসন্ধান করতে আলোর দিকে অগ্রসর হতে থাকি। আমি আলোর কাছাকাছি যেতে দেখতে পেলাম আলোটা আয়নার ভিতর থেকে আসছে। আয়নার ভিতর থেকে আসছে? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। আমি অনেকটা ভীত হয়ে আয়নাতে হাত রাখলাম। হাত রাখার সাথে সাথেই হাত অপর পাশে চলে গেল। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। তারপর সাহস করে আয়নার ভিতর ঢুকে গেলাম। আরে, এ তো আমার রুম! আমি বিস্মিত হলাম যে এটা আমারই রুম। কিন্তু সবকিছু উল্টো। একদম ঠিক আমার স্বপ্নের মতই। তুমি আশেপাশে ভালোভাবে দেখতে থাকলাম। এটা কি সত্যি, নাকি স্বপ্ন? না এটা সত্যি হতেই পারে না। সাথে সাথে তখন পায়ের আওয়াজ শোনা গেল। আমি পিছন ফিরে তাকালাম। পিছন ফিরে তাকাতেই আমি ভীত হয়ে গেলাম। সাথে সাথে আমার ঘুম ভাঙলো
'আমি'?..