only for Bengali readers. (not an update)

487 8 23
                                    

Modern lovestory...

তাহলে দেখা কি করা যায়না একদিন? মেসেজ টা লিখতে লিখেত হাত কেপে উঠলো। বুক ধুক ধুক করে উঠলো।

তারপরই তিনটি বিন্দুর উদয় হলো। মানে দেখে নিয়েছে। কিছু লিখছে। আমি অপেক্ষা করছি। বুকের ভেতর হৃদপিন্ডটা লাফিয়ে লাফিয়ে বেরিয়ে বেরিয়ে আসতে চাইছে। বাংলা সিরিয়াল হলে এতক্ষণে ব্যাকগ্রাউন্ডে ধুক ধুক মিউজিক চলতো। এক শতবর্ষের মত অপেক্ষার পর আবার ফোনের স্ক্রিন টা জ্বলে উঠলো।

হুমম!

তোমার বার্থডেতে দেখা করতে পারি।

সেদিন সবুজ জামা পড়ো তাহলে।

আমার হৃদপিণ্ড এবার বুক থেকে বেরিয়ে ঠিক আমার হাতে এসে পড়ল। হ্যাঁ দেখা করবে? বিছানাতে শুয়ে শুয়েই দুটো দিকবাজি খেয়ে নিয়ে রিপ্লাই করলাম।

না প্ল্যান আছে।

তবে তুমি যদি প্রমিশ করো তাহলে ক্যান্সেল করতে পারি।

না থাক দরকার নেই। আমার জন্য প্ল্যান ক্যান্সেল করতে হবে না।

তবে আমার প্লানগুলো যে অস্তিত্বহীন  তা বোঝাই কি করে, যাইহোক এখন আমাকে ম্যানেজ করতে তো হবেই। আমি ভাবলাম।

আগে প্রমিস করো আসবে তাহলে সব প্ল্যান ক্যান্সেল করব। বলে দিলাম।

না থাক এখন প্রোমিশ করতে পারছিনা।

আমার বার্থডে তো দু মাস পরে। এখনো দু মাস অপেক্ষা করতে হবে?

হ্যাঁ। তবে একটা কাজ করা যায়। যাতে এই অপেক্ষাটা আরও মজাদার হবে।

হুমম বলো।

যদি এই দু মাস আমরা আর কথা না বলি। তাহলে এই অপেক্ষাটা আরও মজাদার হবে।

হাঃ! কি বলছ!

তাহলে করা যাক?

Wait wait wait। তুমি আমাকে প্রমিসও করলে না আর কথা বলবে না? আগে প্রমীশ করো!

My Lady....(Freenbecky)Where stories live. Discover now