কেন তুমি কবি কিংবা লেখকের প্রেমিকা হবে!

27 1 0
                                    

কেন তুমি কবি কিংবা লেখকের প্রেমিকা হবে!

কারণ সে ভালবাসবে সেটা সত্য, শুধু তিনটে শব্দে নয়

সে ভালবাসবে তোমার প্রতিটা মুহূর্তকে, গড়িয়ে পড়া প্রতিটা শিশিরের সাথে সময়ের মত

কারণ সে ভালবাসবে প্রতিটি শব্দ দিয়ে তোমাকে।

বুঝতে গিয়ে সময় ক্ষেপে যাবে তবু তুমি কবিতায় তার, তোমাকে পাবে।

হয়ত তার লেখার সাথে প্রেমে নিজের অস্তিত্বে অবিশ্বাস হবে ।

ভাবনায় আসবে সে কি আসলেই ভালোবাসে?

তবে তুমি তার কবিতায় তোমার উত্তর পাবে।


কেন তুমি কবি কিংবা লেখকের প্রেমিকা হবে?

কারণ সে তার গল্পের ছোঁয়ায় তোমার প্রতিক্ষণের গল্প শোনাবে

সে তোমায় ভালবাসবে গল্পের লাইনে লাইনে, গাছের মূলের সাথে মিশে যাওয়া মাটি কিংবা বালির মত।

কারণ সে ভালবাসবে প্রতিটি শব্দের গল্পে শুধু তোমাকে।

হয়ত মনে হতে পারে সে তার কি-বোর্ড প্রেমে তোমায় হারিয়েছে।

হয়ত নিজেই নিজেকে ভুল বুঝবে তার ভালবাসার গভীরতায়!

তবে তুমি তার গল্পে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে পাবে।       

তবে তুমি তার গল্পে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে পাবে।       

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
Heart full of loveWhere stories live. Discover now