অন্তহীন এই সাগরে ঢেউয়ে নতুন করে ফিরে পাওয়া তোমাকে।
পুরানো সেই স্মৃতি চোখের সামনে সব করছে আনাগোনা।
সেই স্মরণে যেন একবার এগুচ্ছি, আবার পিছিয়ে যাচ্ছি।
প্রতি মুহূর্তে যেন তোমাকেই ভাবছি।
ভাবছি, একবার এলে হয়ত, কবিতা আমি আর তুমিতেই হতো।নতুনে সাজাতাম তোমার আমার স্বপ্ন ডায়রি।
যার প্রতি পাতায় একটা করে হবে কবিতা, আর একটা গল্প।তোমার আমার স্বপ্ন সখা হয়ে থাকত,
জীবন্ত হয়ে ওরা ঘুরে ফিরতো,
হয়ত ঈর্ষা করত লোকে।কিন্ত তুমি আমি কাউকে না শুনে, না দেখে, হারিয়ে যেতাম আমরা আমাদের মতো
একে একে হারাতাম, ফিরে পেতাম, আবারো হারাতাম।হারিয়ে খুঁজে নিতাম কখনো মনের প্রতিধ্বনি শুনে আবার কখনো তোমার মোটা গ্লাসের চশমাটা আমার চোখে দিয়ে।
হারাতাম আমি আর তুমি হয়ে, একে অন্যতে। চোখে, কালো টিপে কিংবা চশমার আলোয়।
YOU ARE READING
Heart full of love
PoezjaA collection of Different Types of Poems From Lantern,Tanka,Shape, Tyburn and many more. (Updated Any Time)