৪র্থ পরিচ্ছেদ

644 20 1
                                    

---বেশ ইন্টারেস্টিং তো। নীলাক্ষী তুমি শুরু করো।

----কিছু অধ্যায় নষ্ট হোক না?
তবুও গল্পটা হারাবে না।

----কিন্তু আমি হারিয়ে যেতে চাই।
হয়তো গল্পটা রয়ে যাবে।
খুজে ফিরি সমাপ্তি।

----অর্ধেক গল্প আমার
আর বাকী অর্ধেক না হয় তোমার।

----পরিশেষে যে জিতে গেলাম আমি,
অহংকারের খেলায়।
কারন গল্পের সমাপ্তিটা যে আমার।

জিততে চাই না আমি একা।
আমার তো তোমাকেও প্রয়োজন।
তাহলে এক কাজ করি প্রিয়।
শেষ লাইনটা লিখবো আমি
আর দাড়িটা না হয় তুমিই দিও।
সাথে সমাপ্ত শব্দটাও লিখে দিও...

----হ্যা প্রিয়, আছি তোমার সাথে
হয় হাতটি ধরে।
না হয় আড়াল থেকে পেছন পেছন হেটে..

আচ্ছা প্রিয় রাতের আধারটা কি শুধুই আমার?
নাকি তাতে তোমারও ভাগ আছে?

----রাতের আধার সে তো শুধুই তোমার।
তবে দিনটা আবার আমার।
কিন্তু স্বার্থপর নই আমি।
রাতের কিছুটা আধার আমায় দিও
আর দিনের আলোটা না হয় তোমায় দিলাম..

----আচ্ছা প্রিয়
এ ভাগাভাগির কি দাম?
আলো আর আধার না হয় গড় করেই নিলাম।

---ঠিক আছে প্রিয়।
তবে এবেলায় না হয় হারটা আমারই হলো

----এতো প্রিয় তোমার হার নয়
বরংচ এ আমারই পরাজয়।
প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবটাতে বড্ড অমিল।
সব প্রাপ্তিই তো আমার।
আর অপ্রাপ্তির পরিপূর্ণতা তোমার।

----ভালোবাসা?
এটাই তো।
যেখানে বলতে হয় না ভালোবাসি।
একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মান আর কিছুটা প্রাপ্তি।
হয়তো এখানেই এক পবিত্র ভালোবাসার সমাপ্তি..

----সমাপ্তি কেনো বলছো, প্রিয়?
ভালোবাসা তো ছিলো, আছে আর থেকেই যাবে।
শুধু অস্তিত্বহীন হতে পারি আমরা।
তাই বলে ভালোবাসার সমাপ্তি?
সে কিছুতেই সম্ভব না।

নীলাক্ষী [Completed]Where stories live. Discover now