৫ম পরিচ্ছেদ

679 22 7
                                    

---নীলাক্ষী একটা কথা জিজ্ঞেস করবো?

---হুম বলো..

--- আমাদের এতোদিনের পরিচয় কিন্তু তুমি নিজের সম্পর্কে কিছুই বলো নি। কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যাও। নীলাক্ষী তুমি কোথাও থাকো?

নীলাক্ষী মুচকি মুচকি হাসছে। আমি ওর হাসির কারনটা বুঝার চেষ্টা করছি তবে কোন উপযুক্ত কারন দাড় করাতে পারলাম না।

--- তামজিদ তোমার ঘরের জানালা দিয়ে শিমুল তলায় যে সমাধিটা দেখতে পাও ঐটাই আমার বাড়ি। (হাহাহা)

নীলাক্ষীর কথা শুনে বুকের ভেতরটা ধক করে উঠলো। ওর হাসিটা ক্রমশো তীব্র হচ্ছে। নিতে পারছি না। আমার হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি। নীলাক্ষীকে দেখতে পাচ্ছি না। কেউ একজন কানের কাছে ফিসফিস করে বলছে...

"সিলিংয়ে ঝুলছে রুপবতীর লাশ। মহাশূন্যের মতো একা।
কাঁচপোকাগুলো আজও বের হবে না। শহরে আজ শূন্যতা..."

আমি অনেক কষ্টে নিজের ঘরে চলে এলাম। এরপর আর কিছু মনে নেই। পরেরদিন বিকেল। আমি শিমুল গাছটার নিচে গেলাম। দ্যাখলাম সমাধি ফলকটাতে শ্যাওলা পড়েছে।

নীলাক্ষী
১৯৮০- ১৯৯৮

(সমাপ্ত)

নীলাক্ষী [Completed]Where stories live. Discover now