356 10 0
                                    

"ফুয়াদ, আমার না বিষয়টা ভাল লাগছে না। তুমি ওটাকে ফেলে দিয়ে আসো।""ভয় পাওয়ার কী আছে মিতু? সামান্য একটা বাচ্চা এটা। আবার দুর্বলও তো, যেন কতদিন অভুক্ত। আবার ভয়ের কোনো সিনেমা দেখোনি তো? মানা করেছি আমি-""না ফুয়াদ। ব্যাপারটা অন্যরকম। ভেতর থেকে একটা অশুভ ইঙ্গিত পাই আমি। তুমি তার চোখের দিকে খেয়াল করেছ ফুয়াদ?""চোখ?""হ্যা। ওর চোখে নিজের প্রতিচ্ছবি খেয়াল করো। উল্টো! ওর চোখের দিকে তাকাও ফুয়াদ, দেখ সব উল্টো, সব-"মিতিকে উত্তেজিত হতে দেখে ফুয়াদ ওকে শান্ত করে। মাথায় হাত বুলিয়ে দেয়। "আচ্ছা আচ্ছা বাবু, আর দুদিন যাক। আমি ওকে একটু ভালোমতো খাইয়ে বাইরে ফেলে দিয়ে আসব। এখন ফেলে দিলে দূর্বলতার জন্য মারাই যাবে বেচারা। আমি পরশু ফেলে দিব, আই প্রমিস। নাও পানি খাওতো। ভয় পেয় না।"

আসওয়াঙ্গ (হরর)Where stories live. Discover now