কিছু কথা

266 12 5
                                    

ফিলিপাইনের লোককথায় আসওয়াঙ্গ এক শেপশিফটিং বা আকৃতি পরিবর্তনকারী প্রাণী। এরা দিনের বেলা সাধারণত মানুষের আকৃতি নিয়ে লোকালয়ে চলাচল করে৷ মানুষ ছাড়াও বাদুড়, নেকড়ে, কাক এমনকি কালো বিড়ালের আকৃতিও নিতে পারে৷ রাতে এরা নিজেদের আসল রূপ প্রকাশ করে ও শিকার করে। এদের আসল রূপে মুখ থেকে একটা প্রোবোসিস বা শুড়ের মত অঙ্গ বের হয় যা দ্বারা তারা তাদের প্রিয় খাবার, অভুমিষ্ট শিশু, মায়ের গর্ভ থেকে বের করে এনে খায়। এছাড়াও ছোট বাচ্চাও তাদের প্রিয়। তাদের চেনার উপায় হল তাদের চোখের দিকে তাকালে উল্টো প্রতিচ্ছবি দেখা যায়। ফিলিপাইনে তাদের টিকটিক নামেও ডাকা হয় যার কারণ তারা এরকম শব্দ করে। তারা যত দূরে থাকে শব্দ তত জোরে শোনা যায়৷ যত কাছে আসে শব্দ তত আস্তে শোনা যায়। এটা তারা তাদের শিকারকে কনফিউজ করার জন্য করে৷ তারা শুধু রাতের বেলাতেই শিকার করে কারণ তাদের ধারণা রাতের বেলা ঈশ্বর ঘুমিয়ে থাকেন। তাদের সাথে যদি বন্ধুত্ব করেন তাহলে তারা ক্ষতি করেনা আপনার। তারা দিনের বেলা বেশ দুর্বল থাকে এবং সহজে মেরে ফেলা যায়, তবে রাতের বেলা থাকে দানবীয় শক্তি!

আসওয়াঙ্গ (হরর)Where stories live. Discover now