পর্ব ১৬

744 36 0
                                    

মিশুর ঘুম ভাঙল একটু দেড়িতে।ঘুম থেকে উঠার পর থেকেই ওর খুব উৎফুল্ল লাগছে।মাথায় কোনো যন্ত্রণা নেই,শরীর টাও ফুরফুরে লাগছে! ও খুশিমনে উঠে পড়লো।

পুরো বাড়িতে একটা হৈ হুল্লোর ভাব এসে গেছে।আর মাত্র একদিন আছে বিয়ের।বাড়িটা লোকজনে গিজগিজ করছে।অধিকাংশ আত্মীয় স্বজন চলে এসেছে।মিশু বিছানার উপর শান্ত হয়ে বসে রইলো।কেন যেন খুব আনন্দ হচ্ছে।ইচ্ছে করছে পুরো বাড়ি নেচেনেচে বেড়াতে।আজ কোন জামাটা পড়া যায়? কিভাবে সাজবো?

এমন সময় মৈত্রী এসে ঘরে ঢুকলো।মিশুকে দেখেই বললো,গুড মর্নিং মিশু।
- আসসালামু আলাইকুম।
মৈত্রী হেসে সালামের জবাব দিয়ে বললো,ভালো লাগছে?
- হ্যা,খুব ভালো লাগছে।এত আনন্দ হচ্ছে! ইচ্ছে করছে ধেইধেই করে নাচি।
- তাই নাকি! আনন্দের কারণ?
মিশু হাসল।ও নিজেও জানেনা আজ কেন এত ভালো লাগছে? গত রাতে মনের সব কষ্ট মৈত্রীর কাছে বলতে পেরেই হয়ত এত ভালো লাগছে।এত বছর ধরে বুকে জমিয়ে রাখা পাথর টা হঠাৎ করেই নেমে গেছে! মিশু হাই তুলতে তুলতে বলল,আমি আজ আপনার ঘরে ঘুমিয়েছি? আপনি কোথায় ঘুমিয়েছেন?
- তানিনের রুমে।
- ও আচ্ছা।কয়টা বাজে?
- নয়টা।

মিশু অবাক হয়ে গেলো এত বেলা হয়েছে শুনে।প্রতিদিন ও ভোরবেলা উঠে তানিনের সাথে ব্যায়াম করতে বেড়িয়ে যায়।আজ যাওয়া হয়নি।ও জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করলো।মৈত্রী মুগ্ধ হয়ে মিশুকে দেখছে।আজ ওর আনন্দের সীমা নেই।অনেক বড় একটা স্বপ্ন পূর্ণতা পেতে চলেছে।মিশু সারাজীবন এ বাড়িতে থেকে যাবে এটা ভেবেই বেশি আনন্দ হচ্ছে।সবাই ওকে কত্ত ভালোবাসে! ও মিশুর দিকে তাকিয়ে বললো,আজ আমি খুব খুশি।

- ওমা তাই!
- হ্যা।আজ তুমি আমার কাছে যা চাইবে,আমি তোমাকে তাই এনে দিবো।
মিশু তৎক্ষণাৎ জবাব দিলো, আমার একটা আইফোন টুয়েন্টি ফোর চাই।
মৈত্রী ভ্যাবাচ্যাকা খেয়ে বলল,আইফোন টুয়েন্টি ফোর! কি হবে ওটা দিয়ে?
- আইফোন টুয়েন্টি ফোর দিয়ে আমি টি টুয়েন্টি খেলবো।
মৈত্রী হাসতে হাসতে বলল,তাই নাকি! তাহলে তো ওটা স্পেশালি অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে।অনেক সময়ের ব্যাপার।তুমি অন্যকিছু চাও?
- আইফোন হবেনা?
- আইফোন সিক্স সেভেন চাইলেও একটা কথা ছিলো।টুয়েন্টি ফোর আমি নিজেই স্পেশালি বানাবো কেমন?
- ওকে,তাহলে অন্যকিছু চাই?

অদ্ভুত মুগ্ধতা (সম্পূর্ণ)Wo Geschichten leben. Entdecke jetzt