112 9 3
                                    

আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে এলো। নাকে অদ্ভুত মস্তিষ্ক সম্মোহন করা একটা পারফিউমের গন্ধ পাচ্ছি। নিজকে কোন ভাবে সামলে নিলাম। ভয়টা এখন কেটে গেছে। নিজের ভালোবাসার তীব্রতার কাছে স্নায়ুবিক ক্রিয়া যেন হার মেনে নিয়েছে। আমি মুগ্ধতা নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর নিষ্পাপ মুখটার দিকে। নীরবতা ভেঙে নিশার মায়াবী কন্ঠটা বলে উঠলো,
"আমি জানি তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো। কিন্তু বিশ্বাস করো আমি আত্মহত্যা করি নি।"
আমি এক ঝাক বিস্ময় নিয়ে প্রশ্ন করলাম তাহলে তোমার বিষ খাওয়া আর Suicide নোটটা। এবার নিশা বলল...

"আসলে সেদিন আমার জন্মদিন ছিলো বলে আমি আর শশী একটা কফি শপে গিয়েছিলাম। কফিটা খেতে ভালো লাগছিলো না। আমি শশীকে বলি একটা বিস্কুট নিয়ে আয়। ও চলে যাওয়ার পর আমি ওর কাপে আমার কাপ থেকে কিছু কফি ঢেলে দিই। কফি খাওয়ার পর আমার কেমন যেন শরীর খারাপ লাগছিল। আমি বাসায় চলে আসি। আর ঐটা Suicide নোট না। আমি একটা গল্প লিখতেছিলাম। ঐ চিঠিটা এ্যাড করলেই গল্পটা পূর্ণতা পেতো। বাসায় এসে ঐটাই লিখতে বসেছিলাম।"

নিশার কথা শুনে মনের মধ্যে এক ঝাক প্রশ্ন উদ্যম নৃত্য শুরু করে দিয়েছে। হৃদপিণ্ডের ধকধক শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছি। ও মারা যাওয়ার পর আমি ওর ডায়েরিটা নিয়ে এসেছিলাম। ডায়েরির শেষের দিকে একটা ছোট গল্প লিখা ছিল। চমৎকার একটা গল্প।তবে মনে হতো কোথায় যেন একটা কমতি আছে। ঠিক ধরতে পারতাম না। আর যে লেখাকে suicide নোট ভেবেছিলাম এটাও অনেক বার পড়েছি। এবার দুইয়ে দুইয়ে চার মিলালাম। নিশা যখন মারা যায় এটা তেমন ঘাটাঘাটি করা হয় নি কোন পুলিশ কেসও হয় নি। পরিবারের সম্মানের কথাটা ভেবেই এমনটা করা হয়েছিলো। তাহলে কি নিশাকে হত্যা করা হয়েছে?ঐ কাপটার মধ্যে তাহলে কি ধীরে কাজ করে এমন মরণঘাতী বিষ ছিলো? কে খুন করবে নিশাকে? শশী? নাহ শশী তো নিশার বন্ধু। আর ক্যানোই বা খুন করবে নিশাকে। কোন উত্তর খুঁজে পাচ্ছিলাম না। এভাবে কতোক্ষণ ভেবেছি মনে নেই। হঠাৎ খেয়াল করলাম নিশা পাশে নেই। পারফিউমের গন্ধটা মৃদুভাবে নাকে আসছে। বুকের মধ্য কেমন যেন একটা শূন্যতা অনুভব করছি। তা ক্রমশো সারা শরীরে ছড়িয়ে পড়ছে...

এ্যা স্টোরি অফ টোয়াইস মার্ডারWhere stories live. Discover now