136 13 12
                                    

এরও কয়েকবছর পর মায়ের কথা রাখার জন্য আমি বিয়ে করি। আমার স্ত্রী খুব সাধারণ সহজ সরল একটা মেয়ে যাকে ভালো না বেসে পারা যায় না। আমার প্রতিটা মুহুর্তে সুখে কিংবা দুঃখে ও আমার পাশে ছায়ায় মতো। সেদিন সন্ধ্যার পর থেকে  এক যুগ পেরিয়ে কেটে গেছে আরো একটি বছর। আর নিশা মারা গিয়েছে প্রায় বিশ বছর। এ্যাতো বছরেও সেদিনের সন্ধ্যায় মনের মধ্যে জেগে উঠার প্রশ্নের উত্তর পাই নি।  এখন আমি দুই সন্তানের বাবা। আমার ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে। আমি আমার সন্তানদের এবং ওদের মাকে খুব ভালোবাসি। তবুও মনে হয় আমার ভালোবাসার সবটা আমার স্ত্রীকে দিতে পারি না। হয়তো ভালোবাসাটা  নিজের স্ত্রীর জন্য সংরক্ষণ করতে পারি নি যেমনটা আমি যৌবনের প্রারম্ভে চেয়েছিলাম। জমানো  ভালোবাসার কিছুটা হয়তো আজও নিশার জন্য সংরক্ষিত। তবে একটা বিষয় আমার কাছে স্বপ্নের মতো মনে হয় তা হলো আমার স্ত্রীর নাম নিশানূর শশী।

(সমাপ্ত)

🎉 You've finished reading এ্যা স্টোরি অফ টোয়াইস মার্ডার 🎉
এ্যা স্টোরি অফ টোয়াইস মার্ডারWhere stories live. Discover now